বিজ্ঞানের ক্লাসে কোন নিউটন বা আইনস্টাইনের বাণীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভক্তি নিয়ে বসবেন না। প্রতি ক্ষেত্রে সন্দেহ করুন, প্রশ্ন করুন অবিরত। বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা। বিজ্ঞান চলে যুক্তি ও প্রমাণের উপর। প্রতি লাইনে লাইনে প্রমাণ চাই।
سم الله الرحمن الرحيم
সকল প্রশংসা আল্লাহর। অসংখ্য দরুদ নাযিল হোক তাঁর নবীর উপর বারবার।
ফুলের নাম আন্দিজের রানী। ৮০-১০০ বছরে মাত্র একবার প্রস্ফুটিত হয়। আবার প্রস্ফুটিত হওয়ার কয়েক সপ্তাহ পরে মারা যায়।
পেরু, বলভিয়ার পাহাড়ী অঞ্চলে ফুটে। যখন ফুল ফোটে তখন দেখার মত দৃশ্য হয় বটে। ফুলের স্পাইকটি হয় ৪০ ফুট উচু। এর মধ্যে একসাথে প্রায় ৮০০০ হাজার ফুল ফোটে। ফুলের রঙ সাদাটে সবুজ।
সময় কম তাই আর বেশী কিছু বলতে পারলাম না। নীচে ছবি দেখুন, চাখুন। এত তথ্য দিয়ে কি করবেন?
নীচের পোষ্টে আরো কিছু চোখ জুড়ানো ছবি আছে।
নতুন রূপে আল কোরানের অতি বিস্ময়কর অলৌকিক গাণিতিক সৌন্দর্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।