মেহেরপুরের গাংনীর শুকুর কান্দিতে ট্রাকে অগ্নি সংযোগ ও বাঁশবাড়িয়া- পুড়াপাড়া সড়কে গাছকেটে সড়ক অবরোধের অভিযোগে মেহেরপুর-২ আসনের সংসদসদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন সহ ৫ শতধিক ব্যক্তিকে আসামী করে গাংনী থানায় দুটি মামলা দায়ের করেছে গাংনী পুলিশ।
আজ সোমবার বিকাল ৪ টার দিকে গাংনী থানার এসআই ফারুকূল ইসলাম ও বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। মামলায় মেহেরপুর-২ আসনের সংসদসদস্য ও জেলা বিএনপি'র সভাপতি আমজাদ হোসেন সহ আরো ৫ শত জন কে আসামী করা হয়েছে।
গাংনী থানা সূত্র জানায়, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া-পুড়াপাড়া সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করার অভিযোগে আমজাদ হোসেন এমপি সহ ১৮ জনের এজাহার নামীয় সহ আরো ৫ শত জন অজ্ঞাতদের বিরুদ্ধে গাংনী থানার এসআই ফারুকূল ইসলাম বাদি হয়ে মামলা দয়ের করেছে।
অপরদিকে শনিবার গভীর রাতে গাংনী উপজেলার শূকরকান্দী নামক স্থানে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় আমজাদ হোসেন এমপি সহ ১০ জন এজাহার নামীয় সহ অজ্ঞাত আরো ৫০ জন কে আসামী করে বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ বাদী মামলা দায়ের করেছে।
জেলা বিএনপির সভাপতি ও বিএনপি'র জাতীয় কমিটির ত্রান বিষয়ক সহ সম্পাদক আমজাদ হোসেন এমপি বলেছেন, মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবেনা। ১৮ দলের কোন নেতা কর্মি নাশকতার সাথে জড়িত নয়। অবিলম্বে মিথ্যা মামলা প্রতাহারের দাবি করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।