সিলেট সার্কিট হাউস ও নির্বাচন অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় নগরীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় ৫টি মোটর সাইকেলে ১০-১৫ জন যুবক সার্কিট হাউসের সামনে আসে। তারা বাইরে মোটর সাইকেল রেখে বাউন্ডারি টপকে ভেতরে ঢুকে।
পরে সার্কিট হাউসের পুরাতন তিনতলা ভবনের বারান্দায় ৮টি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে যুবকরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সার্কিট হাউসের বারান্দা থেকে একটি তাজা হাত বোমা উদ্ধার করা হয়। সার্কিট হাউসের এই ভবনে কয়েকজন সরকারী কর্মকর্তা থাকেন বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালী থানার সহকারী কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সার্কিট হাউসের বাউন্ডারি টপকে কয়েকজন যুবক এসে বিস্ফোরণ ঘটিয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সিলেট সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে ১০টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এসময় উপজেলা কমপ্লেক্সে জরুরি কাজে থাকা কর্মকর্তা ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এই হামলা ঘটিয়েছে তা জানা যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আয়ূব জানান, সার্কিট হাউস ও সদর নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে যারা বিস্ফোরণ ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।
নগরীর নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।