আমাদের কথা খুঁজে নিন

   

“MP3 Rocket” ইউটিউব থেকে যে কোন মিউজিক এবং ভিডিও ডাউনলোড করুন রকেট গতিতে

সবাই আমার অন্তরের অন্তস্থল থেকে নতুন বছরের শুভেচ্ছা নিবেন। যদিও একটু দেরি হই গেছে। আসা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি একজন সফটওয়্যার প্রেমিক মানুষ। নতুন কোন ভাল সফটওয়্যার পেলেই তা ডাউনলোড করতে মন চায়।

আজ আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার শেয়ার করবো যেটা দেখলে আপনাদেরও ডাউনলোড করতে মন চাইবে ইউটিউব থেকে সাধারণত কোন ভিডিও সরাসরি ডাউনলোড করা যায় না। যার কারনে আমাদেরকে অনেক ডাউনলোডার সফটওয়্যার ব্যাবহার করতে হয় । আজ আমি আপনাদের সাথে তেমনি একটি ডাউনলোডার সফটওয়্যার শেয়ার করবো যেটা হচ্ছে MP3 Rocket ডাউনলোডার সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আপনি শুধু ডাউনলোডই করতে পারবেন তা কিন্তু না। এর মাধ্যমে আপনি ডাউনলোডকৃত ফাইল অনায়াসে কনভার্ট করতে পারবেন আপনার ইচ্ছা মত ফরম্যাটে।

MP3 Rocket এর সাহায্যে আপনি ইউটিউব থেকে সার্চ, ফাইন্ড, ডাউনলোড, কনভার্ট, ভিডিও এবং মিউজিক সেভ করতে পারবেন। এই কনভার্টার এর সাহায্যে আপনি ভিডিও ফাইল থেকে MP3, MP4, MPG, MOV, AVI, ও FLV ফাইল এ কনভার্টও করতে পারবেন খুব সহজে। HD ভিডিও যোগ করা এবং অডিও ফরম্যাট করতে পারবেন। এই সফটওয়্যারটার মেইনভিউটা মিউজিক, ভিডিও, মাই ফাইল, ওয়াচ টিভি, রেডিও এবং গেম ট্যাব দ্বারা সাজানো। এই সফটওয়্যার এ একটা সার্চ ফিল্ড আছে যার মধ্যে ইউটিউব এর লিঙ্ক টা সরাসরি কপি পেস্ট করে আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন।

কিছু নতুন ফিচার : কপি পেস্ট করার সুবিধা ১৫ মিলিয়ন এর উপর গান এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন। ফায়ারফক্স এবং গুগলক্রম এও সাপোর্ট করবে সরাসরি ইউটিউব ভিডিও পেজ থেকে ডাউনলোড করা যায়। হাই কোয়ালিটি মিউজিক ফাইল এবং HD ভিডিও পাওয়া যায়। আনলিমিটেড এমপি৩ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন ডাউনলোড করুন এইখান থেকে। অথবা এইখান থেকে।

এই পোস্টটি একইসাথে সামহোয়‍্যার ইন ব্লগ, টেকটিউনস এবং আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে। আমার এই পোস্ট এর মাধ্যমে একজনও যদি উপকৃত হয় তাহলেই আমার এই কষ্টটা সার্থক হবে। আর সার্থকব্যাক্তি গন আমার পেজ এ লাইক দিতে ভুলবেন না প্লিজ। :p সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভবিষ্যতে আরও ভাল ভাল সফটওয়্যার নিয়ে হাজির হতে পারি। সকলকে আবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এইখানেই সমাপ্তি করলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।