আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আজ কারো কাছে 'নিরাপদ' নও, কেউ আজ তোমার কাছে 'নিরাপদ' নয়

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে ।

স্বপ্নবাজ প্রেমীর দল কিংবা গণতন্ত্রের মুদি দোকানীরা দিনমজুর থেকে ডাক্তার, কেউ না সিএনজি চালক থেকে নিরীহ পথচারী, কেউ না আমার স্বজন এবং তাদের শত শত স্বপ্ন যা তোমায় ঘিরে - এগুলোও না হাঁপিয়ে ওঠা পেশাজীবির আগামী, সেসবও না প্রিয় মাতৃভূমি আমার - তুমি আজ কারো কাছে 'নিরাপদ' নও কেউ আজ তোমার কাছে 'নিরাপদ' নয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।