দশম জাতীয় সংসদের মনোনয়ন দাখিল প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়াই শেষ হয়েছে। এ নির্বাচনে অংশ নেয়ার জন্য ৪০টি নিবন্ধিত দলের মধ্যে ১৪ টি দলের প্রার্থীরা মনোনয়নপ্রত্র সংগ্রহ ও জমা দিয়েছে।
নির্বাচন কমিশনে জানিয়েছে, ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ১১২১ জন।
৬ টি আসনে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনগুলো হচ্ছে, চাঁদপুর ১ আসন থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, মৌলভীবাজার-৪ থেকে সরকারদলীয় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, নোয়াখালী-২ থেকে মোর্শেদুল আলম, কিশোরগঞ্জ-৪ থেকে রেদোয়ান আহমেদ তৌফিক, দিনাজপুর-১ থেকে মাহমুদ আলী, মানিকগঞ্জ-২ থেকে মমতাজ বেগম।
৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। এ সময়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র কোন কারণে বাতিল না হলে ওই ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
দশম জাতীয় সংসদে যে রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে তা হলো, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, খেলাফত মজলিস, গণফ্রন্ট, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি (মতিন), বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি (পার্থ), বাংলাদেশ তরিকত ফেড়ারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং ওয়ার্কাস পার্টি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।