সবাই কে আপন ভাবি আর এটাই হচ্ছে আমার জীবনে বড় ভুল
তুমি আছো আমার ছোট্ট এই অন্তরে, আছো এই পাগলের
ভিতরে ও বাহিরে।
তুমি মিশে আছো বাকা দুই নয়নে,
মিশে আছ যেন শয়নে ও স্বপনে,
মিশে আছো আমার ধূসর এই জীবনে,
তোমাতে বিলিয়ে নিজে সাতার কাটি প্রতিক্ষনে।
তুমি আমার হৃদয়ে ফুটা গোলাপ ফুল,
জীবন নদীর উচু নিচু ভাঙ্গা দুই কূল।
তুমি মিশে আছো আলো আর আদারে।
তুমি পূর্ণিমার চাঁদ আমার জির্ন অন্তরে,
কুঁড়িয়ে পাওয়া সুখ জীবনের ঐ সীমান্তে,
ধরে রেখেছি বুকে সব কিছুর অজান্তে।
তুমি হীন বাচবো না সোনা পাখি ময়না,
তুই যে হৃদয় মাঝে লাগানো প্রেমের আয়না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।