আমাদের কথা খুঁজে নিন

   

১৫ দলের ১১শ’ প্রার্থী

৫ জানুয়ারি ভোটের দিন রেখে ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন।
সময় শেষ হলেও সমঝোতা হলে তফসিল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ দুই প্রধান দলকেই ছাড় দিয়ে মতৈক্যে আসার আহ্বান জানিয়েছেন।
মনোনয়নপত্র জমা শেষ হওয়ার পর ইসির জনসংযোগ বিভাগের পরিচালক পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “৩০০ আসনে ১১শ’র কিছু বেশি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন বলে জেনেছি। মাঠপর‌্যায়ের একীভূত তথ্য পাওয়ার পর দলভিত্তিক প্রার্থী সংখ্যা জানানো হবে। ”
১৫টি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এর বাইরে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
এর মধ্যে আটটি আসন লালমনিরহাট-২, টাঙ্গাইল-৩, যশোর-১, কিশোরগঞ্জ-৪, মানিকগঞ্জ-২, মৌলভীবাজার-৪, চাঁদপুর-১, নোয়াখালী-২ আসনে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (জেপি), জাসদ, ওয়ার্কার্স পার্টির নেতারা।
ন্যাপ, তরীকত ফেডারেশন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, খেলাফত মজলিস, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফও মনোনয়নপত্র জমা দিয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির প্রার্থীও রয়েছে বলে ইসির তথ্যে বলা হয়েছে।


মনোনয়নপত্র জমা দিচ্ছেন জাসদের শিরীন আখতার বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪০, এর মধ্যে ২৫টি নির্বাচনের এই প্রক্রিয়ায় অংশ নেয়নি। এর মধ্যে সিপিবি, বাসদ, বিকল্পধারা, কৃষক-শ্রমিক-জনতা লীগ এর মধ্যে রয়েছে।   
মনোনয়নপত্র জমা দিচ্ছেন জাসদের শিরীন আখতার
সর্বশেষ ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ৩৮টি নিবন্ধিত দল ও স্বতন্ত্র মিলে ১ হাজার ৫৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১৪১ জন।
প্রথম সংসদ নির্বাচনে ১৪টি, দ্বিতীয় সংসদ নির্বাচনে ২৯টি, তৃতীয় সংসদ নির্বাচনে ২৮টি, চতুর্থ সংসদ নির্বাচনে ৮টি, পঞ্চম সংসদ নির্বাচনে ৭৫টি, ষষ্ঠ সংসদ নির্বাচনে ৪১টি, সপ্তম সংসদ নির্বাচনে ৮১টি এবং অষ্টম সংসদ নির্বাচনে ৫৪টি দল অংশ নেয়।


১৯৯৬ সালের বিতর্কিত ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপিসহ ৪১টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তাতে প্রার্থী ছিল ১ হাজার ৪৫০ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির ৪৯ জন সদস্য নির্বাচিত হন।
অষ্টম সংসদ নির্বাচনে ৫৪টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১ হাজার ৯৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সপ্তম সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন ২ হাজার ৫০০ জন।


পঞ্চম সংসদ নির্বাচনে ৭৫টি দল ও স্বতন্ত্র মিলে ২ হাজার ৭৮৭ জন প্রার্থী ছিলেন। চতুর্থ সংসদ নির্বাচনে ১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রার্থী ছিলেন ১ হাজার ১৯২ জন।
তৃতীয় সংসদ নির্বাচনে ৪৫৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১ হাজার ৯৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯টি দল ও স্বতন্ত্র মিলে ২ হাজার ৫৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে ১৪টি দল অংশ নেয়। এর মধ্যে দলীয় প্রার্থী ছিলেন ১ হাজার ২০৯ জন, ১২০ জন স্বতন্ত্র।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।