আজ ৩রা ডিসেম্বর-২০১৩, বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধীদের অধিকার আদায়, শিক্ষা-স্বাস্থ্য সহ মৌলিক চাহিদা পূরন এবং কর্মক্ষম করে গড়ে তোলা সহ সার্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯২ সাল হতে পালন হয়ে চলেছে এই দিনটি।
বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশও এই দিবসটি পালন করে যথাযোগ্য মর্যাদায়।
এই উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর, বিভিন্ন এনজিও, সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করে থাকে আলোচনা সভা, সেমিনার ও র্যালি সহ বিভিন্ন আয়োজন।
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক দশমাংশ কোন না কোন প্রতিবন্ধীতার শিকার।
আর এই বিপুল সংখ্যক প্রতিবন্ধী যদি অশিক্ষিত বা বেকার পরে থাকে তবে তারা দেশের জন্য, সমাজের জন্য এবং পরিবারের জন্য বোঝা হয়ে থাকবে। এছাড়া অভিভাবক গণ একটু সচেতন হলে অনেক সমস্যার সমাধান শুরুতে করে ফেলতে পারলেন প্রতিন্ধীতার হার অনেক কমানো সম্ভাব। প্রতিবন্ধী সন্তাদের জন্য দরকার বাড়তি যতœ ও মনোযোগ। সাধারারণ শিশুেেদর তুলনায় প্রতিবন্ধী শিশুদের দরকার বিশেষ যতœ যা ডাক্তার বা বিশেষজ্ঞদের পরামর্শ মতো নিতে হয়। প্রতিবন্ধীতা এড়ানোর জন্য সচেতন হতে হবে যখন একজন মা গর্ভবতী হন তখন থেকেই।
গর্ভাবস্থায় থেকে সতর্ক থাকলে অনেক সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব। গর্ভাবস্থায় সতর্কতার মধ্যে আছে ঝুকিপূর্ন কোন কাজ না করা, কোন ধরনের আতঙ্ক বা উদ্বেগের মধ্যে না থেকে মনকে প্রফূল্ল রাখা, শারীরিক বা মানসিক কোন চাপ না নেওয়া, সর্বদা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া ইত্যাদি। এক্ষেত্রে স্বামী সহ পরিবারের অন্যান্য সবাইকে সতর্ক ও অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রয়োজন সার্বিক সচেতনতার। একজন সুস্থ মা পারেন একজন সুস্থ শিশুর জন্ম দিতে।
সুস্থ শিশুই পারবে সুস্থ জাতি গঠন করতে। সামাজিক কৌলিনতা ভুলে এগিয়ে আসতে হবে সবাইকে।
এরই ধারাবাহিকতায় রাইট এ্যাকশন ফর ডিসএ্যাবিলিটি (র্যাড) হাতে নিয়েছে দিনব্যাপি কর্মসূচী। এই কর্মসূচীর মধ্যে আছে - র্যালি ও আলোচনা সভা। র্যাড মূলত কাজ করে প্রতিবন্ধী লোকদের কর্মক্ষম করে গড়ে তোলার জন্য।
প্রতিবন্ধী লোকদের বিভিন্ন ধরনের প্রশ্ক্ষিণ দিয়ে থাকে। সেই সাথে তাদের কর্মসংস্থানের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
[/ংন]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।