আমাদের কথা খুঁজে নিন

   

৮ আসনে একজন করে প্রার্থী

সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের পাওয়া তথ্যে দেখা যায়, আটটি আসনে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রধান বিরোধী বিএনপি ও তাদের মিত্রদের অনুপস্থিতিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৫টি দলের ১১শ’ প্রার্থী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দেন।
মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যেখানে আর কোনো প্রার্থী নেই। তার মতোই মৌলভীবাজার-৪ আসনে আসনে সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ একক প্রার্থী।
কিশোরগঞ্জ-৪ আসনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিকের সঙ্গে লড়াইয়ের জন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।

কণ্ঠশিল্পী মমতাজ বেগমও মানিকগঞ্জ-২ আসনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  
লালমনিরহাট-২ আসনে নুরুজ্জামান আহমেদ, টাঙ্গাইল-৩ আসনে আমানুর রহমান খান, নোয়াখালী-২ আসনে মোর্শেদ আলম এবং যশোর-১ আসনে আফিল উদ্দিন একক প্রার্থী।
আটটি আসনে একক প্রার্থী থাকলেও মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। তাই ঘোষিত তফসিল বহাল থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এদের নির্বাচিত হওয়ার জন্য ১৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।