আমাদের কথা খুঁজে নিন

   

সময় ফুরিয়ে যাচ্ছে: সিইসি

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় সোমবার শেষ হওয়ার পর সিইসি দুই প্রধান দলকে মতৈক্যে আসার আহ্বান জানিয়ে সমঝোতা হলে তফসিল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
২৪ ঘণ্টায় সমঝোতার কোনো লক্ষণ না দেখে মঙ্গলবার সন্ধ্যায় কাজী রকিব বলেন, “সমঝোতার সময় কিন্তু স্লিপিং এ ওয়ে। সময় খুব কম। ”
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তফসিল ঘোষণার আগেও রাজনৈতিক সমঝোতার জন্য অপেক্ষা করেছিল নির্বাচন কমিশন।
সব মিলিয়ে দুই সপ্তাহ অপেক্ষা করেও সুস্পষ্ট অগ্রগতি না হলেও সিইসি এখনো আশাবাদী।


ফাইল ছবি “সময় শেষ হওয়ার আগে আশা করি সুনির্দিষ্ট অগ্রগতি হবে। ”
ফাইল ছবি
২৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুয়ায়ী, ৫ জানুয়ারি ভোট হবে। ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতাও রয়েছে।
তবে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি এই তফসিল স্থগিতের আহ্বান জানিয়েছে। অন্যদিকে নির্বাচনী কাজে সক্রিয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।