আমাদের কথা খুঁজে নিন

   

বব ডিলানের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ডিলানের বিরুদ্ধে এই অভিযোগে মামলা করা হয় ফরাসি আদালতে। মার্কিন ওই সংগীতশিল্পীর বিরুদ্ধে করা মামলার শুনানির সমন তার কাছে পৌঁছায় চলতি বছরের নভেম্বরে। ওই সময় দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘লিজিয়ন অফ অনার’-এ ভূষিত হতে ফ্রান্সে অবস্থান করছিলেন তিনি।  
রোলিংস্টোনসকে দেওয়া সাক্ষাৎকারটিতে ডিলানের কথাগুলো ছিল আমেরিকার ইতিহাসে বর্ণবাদ এবং জাতিগত নিপীড়ন প্রসঙ্গেই। সেখানে কথা প্রসঙ্গে একপর্যায়ে তিনি বলেন, “কৃষ্ণাঙ্গরা জানে অনেক শ্বেতাঙ্গই মন থেকে দাসপ্রথা বিলুপ্তি এখনও মেনে নেয়নি।

সুযোগ থাকলে তারা সেই চর্চাতেই অভ্যস্থ থাকতো, আর এই মনোভাব তারা লুকোতেও পারে না। তাদের সেই মনোভাব আজও রয়ে গেছে এবং একজন কৃষ্ণাঙ্গ সেটা স্বাভাবিকভাবে ধরতে পারে। ঠিক যেমন ইহুদিরা বোঝে কার শরীরে নাৎসী রক্ত বা সার্বিয়ানরা বোঝে কে ক্রোয়াট!”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্রোয়াট ফ্যাসিস্টদের দ্বারা হাজার হাজার সার্ব, ইহুদি ও রোমার মৃত্যু হয় বন্দীশিবিরে। যুগোস্লাভিয়া বিভক্ত হওয়ার সময়ও সার্বীয় ও ক্রোয়াটদের মধ্যে রক্তক্ষয়ী জাতিগত সংঘর্ষ হয়। ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা সেই সংঘর্ষে ২০ হাজার মানুষের মৃত্যু হয়।



সংবাদসংস্থা বিবিসি অবশ্য জানিয়েছে mমন জারি করা মানেই আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে  নিয়েছে। তবে এটি বেশিদূর গড়ানোর আশংকা নেই।
বব ডিলান মানবতাবাদী শিল্পী হিসেবে সারা বিশ্বে পরিচিত। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এ অংশ নেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।