আমাদের কথা খুঁজে নিন

   

ইটস ওল এবাউট নোমান নমি ।

facebook/humayun.torab এই চেহারারে দেখেন ?? চিনতে পারছেন ?? এই সেই নোমান নমি । এরকম চেহারা এক বার দেখলে কি আর ভুলা যায়, আপ্নে রাই বিচার করেন । উনার ব্লগ উনার সবচেয়ে প্রিয় জিনিষ হল ফেবুর বর্তমান রম্য সম্রাট হলেন নোমান নোমি । সামুর পুরান হিট বলগার । সামুতে একটা পোস্ট সাথে সাথে কমেন্টসের ঝড় ।

এগুলা আমি নিজে দেখেছি । কুয়ান্টিটির ক্ষেত্রে নোমান নমি কৃপণ হলেও কোয়ালিটির ক্ষেত্রে পুরাই বস । কোয়ালিটির কোম্পানি থেকে এজন্য তাকে টাকা দেয়া হয় কিনা তা আমার কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো । তবূও নোমান নমি মানুষ । তারও কিছু হাহাকার রয়েছে ।

পড়ে দেখেন তার কিছু নমুনা । চট্টগ্রাম যাবার জন্য ট্রেনে জানালার পাশে নিজের সিটে বসে আছি। পাশের সিটে এক সুন্দরী আপু এসে বসল। উনি আমার কাছে জানালার পাশে বসার আবদার করল। আমি অতটা কঠিন প্রকৃতির লোক না যে সুন্দরী আপুকে অবহেলা করবো।

এতটা পাষন্ড হতেও পারবো না। শুরু হল কথা সমগ্র। আপু দেখি খাবারের দোকান নিয়ে হাজির! কেক, বিস্কুট, নুডলস, আপেলে দুজন ভাগ করে খেলাম। এ যেন ছোট্ট সংসার! জানালার পাশের সিট ছেড়ে দিয়ে তাহলে লাভই করলাম। পরের বার এভাবে জানালা ছেড়ে দিব বলে শপথ করলাম।

এর আগে কয়েকবার জানালা না ছাড়ার জন্য আফসোস মুখ দিয়ে বেরিয়ে এলো। এ কথা ও কথা বলতে বলতে উনি আমার ফোন নম্বর চাইলেন। আমি পারলে আমারা চৌদ্দগোষ্ঠীর নম্বর দিয়ে দিই। গুণে গুণে তিনটা অপারেটরের নম্বর দিলাম। কোনভাবেই যাতে মিস না হয়ে যায়।

"ঢাকায় গিয়ে তোমাকে ফোন দিব" এই বলে বুকের ঢিবঢিব বাড়িয়ে দিলেন। যাওয়ার আগে বলল "সিগারেট বেশী খেওনা"। সেদিন থেকে আমি মুখস্ত করে যাচ্ছি "ঢাকা বাংলাদেশের রাজধানী, এক সুন্দরী আপু ঢাকায় আসবে, এসে আমাকে ফোন দিবে"। কিন্তু ফোনতো আর দেয় না। আমি ভাব ধরে উনার ফোন নম্বর নিইনি।

আমিতো জানি উনি ফোন করবেই! আজ প্রায় তিন বছর, আমার তিনটা মোবাইল হারাইছে, কিন্তু সিম সে তিনটাই আছে! মোবাইলে সকাল বিকাল নিয়ম করে চার্জ দিই, আর মুখস্ত করি ""ঢাকা বাংলাদেশের রাজধানী, এক সুন্দরী আপু ঢাকায় আসবে, এসে আমাকে ফোন দিবে" ইশ কি কথা বার্তা । কানে কানে একটা কথা শুইনা নেন । খবরদার নোমান নমিরে বলবেন না। নোমান নমির অভিনেত্রি সানি লিওনের প্রতি বিশেষ ভাললাগা জানতে পেরে নোমান নমিরে জন্মদিনে কি গিফট দেয়া হয়েছিল জানেন,নিচে চুপি চুপি দেখে নেন । হিসসসসসসসসসসস কাওরে বলবেন না ।

বিশ্বাস হয় না,দেখেন উনি কি লিখসেন । "পোলাপাইন ভারি দুষ্টু হইছে। আমার জন্মদিন উপলক্ষে একজন গতকাল রাত তিনটায় ইনবক্সে সানি লিওনের জন্মদিনের পোশাক পরা একটা ছবি গিফট করছে! কিভাবে যে পবিত্র ছিলাম! " আপনে আদ্ধাতিকতা শিখতে চান, উপায় একটাই, নোমান নমির স্কুলে ভরতি হন । বিশ্বাস হয় না, তাইলে এটা কি ?? " যার ফ্রেন্ডলিষ্ট যত বড়, ফেসবুকে সে তত একা!! " আরও আছে " অসময়ে লেখা প্রেমের চিঠি স্বৈরশাসকের হাতে থাকা সংবিধানের মত মূল্যহীন! " এইটা দেখেন "-আচ্ছা কবিতার লাইনগুলো পাশাপাশি না হয়ে এমন উপর নিচে হয় কেন? -লাইনগুলো স্বামী-স্ত্রীর মত! তাই তারা উপর-নিচ বন্ধনের মাধ্যমে কবিতা হয়। " নতুন ব্লগারদের বিশেষ করে নারি ব্লগারেরা আপনারা জেনে রাখুন উনি কিন্তু একবার ভালবেসে ছিলেন, আজ কাল কের পোলাপানের মত ছ্যাঁচড়া ভালবাসা না, একে বারেই ট্রু লাভ ।

তার লিখা চিঠি এখন আমার আমার চোখে পানি এনে দেয় । দেখেন । উনার পুরানো ব্যাথা বুকে না তুলে দিতে আমি নারি ব্লগারদের কাছে হাত পাড়চ্ছি । প্রেমের বেদনা সইতে না পেরে উনি রম্য লিখা শুরু করেছেন । তার দুঃখে আমি আমার প্রোফাইলে কি লিখছি দেখেন ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।