আমাদের কথা খুঁজে নিন

   

এই অরণ্যে

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...
মৃত্তিকা; মা আমাদের। হাজার বছরের ধর্ষিত, পদদলিত এক দাসী। আর যারা তার জারজ সন্তান, আত্মমুগ্ধ আদিমতাবোধে ইতিহাসের পাতায় নিজেকে করেছে ইডিপাসের মতো। তারা মত্ত, উলঙ্গ হয়ে খুবলে খেয়ে নিচ্ছে নিজ জননীকে। সভ্যতা থেকে আজ অনেক দূরে এই আদিম বনে আমরাও যেন ভীত ককিল পাখি।

কত দীর্ঘ স্বর পেরিয়ে আমাদের চিৎকার শুধু নিজেকেই পরিহাস করছে। বাসন্তীর যৌবনে জড়িয়েছে জাল, আজো সে ক্রন্দসী। বোন আমার, তাকে আবার জাল দাও অথবা ফেরী করে বেড়াও কতগুলো ন্যুড ছবি। কিশোর ভাই, তার ঝলসানো মাংসের কাবাব তুলে দাও দেবতাদের ডাইনিং টেবিলে। সদ্য-তাজা-ভাপ ওঠা পোড়া মাংসের স্বাদ পেতে তারা উদগ্রীব।

আমাদের এই অরণ্যে লুকোনোর জায়গা শেষ হয়ে গেছে। তবু জারজের উল্লম্ফন দেখে দেখেও আমাদের বোধদয় ঘটেনি। আমরা কেবল তুলে দিচ্ছি নিজেকেই প্রকান্ড সিংহের গুহায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।