আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ
আজ বৃষ্টিত.......।
ঝড়ে জলে বানে
জল নামে জলের হাওরে
ভেসে যাওয়া নদী
মাঠ ঘাট ভিটে বাড়ী
সোনার শস্য
চাষার মনে শুধু দুঃখ জাগে ;
নৌকোর গুলোইয়ে বসে
ভেসে বেড়ানো
জলের দিগন্তে
বৃষ্টি নামে ,
জল ঝরে
ঝড়ো বাতাসে
তোমার শরীরে
সোনার আঁচল উড়ে
তাতের পটে চবি আঁকে
তোমার সোনার অঙ্গ ভেজে
কত দিন যে দেখিনি
কত দিন...................
মন কাঁদে
দেহ কাঁধে
কেঁদে কেঁদে আহা
ছুটে যেতে ইচ্ছে করে
জলের কাছে
নদীর কাছে
তোমার পাশে
আমার সোনার বাংলাদেশে........
একটু বৃষ্টিতে ভিজতে চাই যে মন
একটু সোহাগে
একটু ভালবেসে
হাতে হাত রেখে
কারো ভেজা শাড়ীর আঁচল ধরে
বুকের উষ্ণ উত্তাপে
আজ বৃষ্টিতে.......... .............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।