ওহে মনুষ্য জাতি!!!আপনাদেরকে বলছি একটু শুনুন। শুন হে মনুষ্য জাতি!!!তোমাদের মাগনা একটা উপদেশদিতেছি। । মাইন্ড কইরো না.........শীতার্থদের জন্য টাকা দিয়া কিছু করতে না পারলে তোমাদের আলমারি বা ওয়ারড্রবের ভিতরে পরে থাকা পুরাতন শীতবস্ত্র গুলা ওদের দান করে দাও। ।
মনে আছে সেই ফেলানিকে ?
সেই ১৫ বছরের কিশোরীটিকে ?
যে হয়তো হাজার হাজার কিশোরীর মত সুন্দর জীবন কাটাতে পারত
আজ ৭ই জানুয়ারী।
২০১১ সালের এই দিনে ফেলানীকে হত্যা করে
বি এস এফ কাঁটাতারে ঝুলিয়ে রাখে।
মনে আসে?
পানি খাবার তীব্র আকুতি পৌছাইনি কারো কানে।
আপনি কি জানেন?
পৃথিবীর সবচেয়ে ঝুকিপুর্ন সীমান্তের একটি বাংলাদেশ - ভারত সীমান্ত।
তবে একটি ভাল সংবাদ
ভারতীয়রা মরে না
মরে শুধু বাঙ্গালিরা।
সরকার চুপ ,
বাংলাদেশের মানুষের আবার জীবনের দাম আছে,
মিছে মিছে বন্ধুত্ব নষ্ট।
জানিনা কবে আমাদের মেরুদণ্ড হবে,
আমাদের সরকার ফেলানীর বিচার চাওয়ার সাহস করবে।
ফেলানীতো আর দামিনীর মত ভাগ্যবতী নয়।
আমাদের মাফ করিস ফেলানী,
আমরা কোটি কোটি মানুষ আজ পারিনি
তোর হত্যার বিচার আনতে
কারন আমরা অপদার্থ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।