আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম-প্রতারণা, জেল-জরিমানায় ভরপুর দেশের সঙ্গীতাঙ্গন



বর্তমানে এদেশের সঙ্গীতাঙ্গনে একের পর এক প্রেম-পরকীয়া, জেল-জরিমানার ঘটনা ঘটেই যাচ্ছে। মাদক, প্রতারণা, নারী কেলেঙ্কারি ইত্যাদি যেন পিছুই ছাড়ছে না দেশের গায়ক গায়িকাদের। সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে দিয়েই বোধ হয় শুরু হয়েছে সঙ্গীত জগতের এক কলঙ্কিত অধ্যায়। এরপর নাম এল আরফিন রুমির। সর্বশেষ খবরে এলেন ওয়ারফেজ ব্যান্ডের মিজান।

ঐতিহ্যবাহী রমরমা সংগীতাঙ্গনে আগেও ছিল প্রেম-পরকীয়া-জেল-জরিমানার খবর। তবে সেসব ছিল বিচ্ছিন্ন ঘটনা। কেউ কেউ এখন ৯০ দশকের সেসব ঘটনাকে বীরত্বগাথা উপাধিও দিয়ে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে পর পর বেশ কিছু লজ্জাজনক ঘটনা ঘটে গেছে সংগীতাঙ্গনে। এমন ধারাবাহিক দুর্ঘটনা এর আগে পুরো মিডিয়ায় ঘটতে দেখা যায়নি।

বিশেষ করে গেল বছর ডিসেম্বরে জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমনের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনাটি। প্রেমিকা জিনাতের করা নারী নির্যাতন ও প্রতারণা মামলায় ইয়াবা-মদসহ নিজ বাসা থেকে ইমনকে আটক করে রমনা থানা পুলিশ। তারপর রমনা থানায় ইমন-জিনাতের নাটকীয় বিয়ে। তারপর কিছুদিনের জেল-হাজত শেষে জামিনে মুক্ত হন শওকত আলী ইমন। ততদিনে ইমনের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ একমাত্র কন্যাকে সঙ্গে নিয়ে ছেড়ে গেছেন নিজের সাজানো সংসার।

কিছুদিন আগে অবশ্য বিজরী সব ভুলে ফের বিয়ে করে সংসারী হয়েছেন আরেক টিভি অভিনেতা ইনতেখাব দিনারের সঙ্গে। তবে বেশ বিব্রতকর এসব ঘটনার মধ্যে এখন পর্যন্ত ইমনের ঘটনাটিকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। এদিকে এরই মধ্যে ইমন কোমর সোজা করে দাঁড়িয়েছেন। ভালই ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রের গান নিয়ে। তবে স্ত্রী জিনাতের করা মামলা চলছে এখনও।

এখনও আদালতে হাজিরা দিয়ে চলেছেন তিনি। 11242013142303p-3.PNG অনেকেই মনে করছেন, সংগীতাঙ্গনের চলমান ন্যক্কারজনক এসব বিষয়ের মূল সূত্রপাত শওকত আলী ইমনের এ ঘটনার মধ্য দিয়েই। অবশ্য ইমনের প্রেম-পরকীয়া কেন্দ্রিক জেল-জরিমানার আগেই দারুণভাবে সমালোচনার তোপে পড়েছেন চলতি সময়ের উদীয়মান তারকা আরফিন রুমি। তিনি প্রথম স্ত্রীকে ঢাকায় রেখে বিয়ে করেছেন আমেরিকা প্রবাসী ভক্ত কামরুন নেসাকে। এ নিয়ে তোলপাড় হয়েছে অনেক।

যদিও তখন রুমি কেন্দ্রিক ঘটনাটি পুরো ছাইচাপা পড়েছিল ইমনের ঘটনাটির মধ্য দিয়ে। অন্যদিকে ইমন জেল থেকে জামিনে বের হতে না হতেই মাস দুয়েক আগে নিজ বাসা থেকে ভাইসহ গ্রেপ্তার হন আরফিন রুমি। রুমির প্রথম স্ত্রী অনন্যার করা নারী নির্যাতন মামলার জের ধরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। অতঃপর একদিন জেল খেটে প্রথম স্ত্রী অনন্যার দেয়া শর্ত মেনে মুচলেকা দিয়ে মুক্ত হন রুমি। সম্প্রতি খবর মিলেছে শর্ত না মানার দায়ে আবারও আইনের আশ্রয় নিতে যাচ্ছেন রুমি পত্নী অনন্যা।

11242013142403p-4.PNG তবে তেমন কিছু ঘটার আগেই দুম করে ঘটে গেল একই রকমের আরেকটি ঘটনা। গেল সপ্তাহে তৃতীয় স্ত্রীর করা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার হন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজের ভোকালিস্ট মিজান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি জামিন না পেয়ে জেলখানায় অবস্থান করছেন। গ্রেপ্তারের পর সমালোচকরা বলছেন, মিজান এ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত পাঁচটি বিয়ে করেছেন। অন্য স্ত্রীরাও নাকি তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন! মোট মিলিয়ে গেল ১২ মাসে সংগীতাঙ্গন জুড়েই ছিল প্রেম-প্রতারণা ও জেল-জরিমানার গল্প।

আর এসব কর্মকাণ্ডের প্রভাবে দারুণভাবে ইমেজ সংকটে পড়েছেন নিরপরাধ তারকা কিংবা উদীয়মান সংগীত কর্মীরা। অনেকেই এমন নিয়মিত বিব্রতকর পরিস্থিতির জন্য স্পষ্টভাবে পথিকৃত ভাবছেন গেল ডিসেম্বরে ইমনের বিরুদ্ধে করা জিনাতের মামলাটিকে। বিশ্লেষকরা বলছেন, ইমনের গুপ্ত প্রেমিকা জিনাত ‘নারী নির্যাতন' কেন্দ্রিক মামলার সংস্কৃতি তৈরি করে দিয়েছেন। ওই মামলা থেকে দারুণ ফলাফলও পেয়েছেন জিনাত। মূলত সেই সাহস কিংবা উৎসাহ থেকেই অন্যরা এখন মুখ বুজে সহ্য না করে সাহস নিয়ে মামলা করছেন তারকা স্বামী কিংবা প্রেমিকের বিরুদ্ধে।

11242013142437url.jpg এদিকে প্রেম-প্রতারণা জেল-জরিমানা কেন্দ্রিক এমন ধারাবাহিক অঘটনের মধ্যে অডিও বাজারে বছরজুড়ে প্রচুর অ্যালবাম প্রকাশ পেলেও জনপ্রিয় গানের সংখ্যা প্রকাশ পায়নি সেই অর্থে। হাতেগোনা কয়েকটি গান মৃদু হিটের তালিকায় উঠলেও পরিপূর্ণ হিট তালিকা ছুঁতে পারেনি একটি গানও। একই সঙ্গে এখনও অমীমাংসিত রয়ে গেছে গানের মালিকানা কেন্দ্রিক জটিলতা। মাঝখানে তারকা শিল্পীদের হুঙ্কারে প্রযোজকদের ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট কেন্দ্রিক বৈধ এমপি থ্রি পাইরেসি প্রজেক্ট খানিক থমকে গেলেও এ বিষয়ে কোন সুরাহা হয়নি এখনও। এখনও তারকা শিল্পী এবং প্রযোজকরা এগোচ্ছেন তেল আর জলের সূত্র ধরে, যার যার সুবিধা বোঝে।

অডিও ইন্ডাস্ট্রির সামগ্রিক স্বার্থের কথা ভাবছে না কোন পক্ষই। সব মিলিয়ে চলতি বছরজুড়েই প্রেম-প্রতারণা-পাইরেসি আর জেল-জরিমানায় লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো অডিও ইন্ডাস্ট্রি। যেখান থেকে উত্তরণের পথ একটাই- সংশ্লিষ্টদের প্রেমকেন্দ্রিক সচেতনতা এবং পাইরেসি কেন্দ্রিক সমঝোতা ২৪ নভেম্ভর, ২০১৩ মিডিয়া টাইমস প্রতিবেদক:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।