আমাদের কথা খুঁজে নিন

   

টেকি/নন টেকি সকলের সাহায্য চাই

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে

ব্যাপক কেরফার মধ্যে আছি , , কয়েকদিন হলো ফেসবুক , গুগুল , ইয়াহু আর জি মেইল এ ঢুকতে পারছি না । কোন ব্রাউজার দিয়েই না ( মজিলা, ক্রম, ই. এক্সপ্লোরার ) । কিউবি ইউজ করি । এই পর্যন্ত গৃহীত পদক্ষেপ : ১. নতুন ব্রাউজার ডাউন লোড করসি। ২ . কিউবি থেকে একটা ইঞ্জিনিয়ার আজকে এসে দেখে গেলো।

উনি কিউবির হার্ডওয়ার নিজের টা থেকে ইন্সটল করলো। আমাকে আরেকটা ব্রাউজার দিলো। ৩. নতুন অ্যাভাস্ট নামাইয়া স্কান মারসি সব । হিস্টোরি সব ডিলিট দিসি। সমস্যা ঐ আগের তাই , , সব সাইটে ঢুকা যায় , ঐ ৪টা ছাড়া।

কেও কি কোন সমাধান দিতে পারেন। কৃতজ্ঞ থাকবো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।