আমাদের কথা খুঁজে নিন

   

এই অগ্নি-পাগলদের চিনে রাখুন

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

- কিরে, হরতাল চলে কেমন? - জব্বর! নেতারা তো পুরা সপ্তা জুইরাই অবরোধ ডাইকা দিল। - এইবার বুঝব ঠেলা, দেখি আমাগো দাবী না মাইনা যাইব কই। - গাড়ি-ঘোরা সব বন্ধ। অইব না? ক্ষমতা তো এখন আমাগো আতে। - বাসার সবাইরে কইয়া দিছি কেউ যেন কাজে না যায়।

পাশের বাড়ির সিএনজি ড্রাইবার ছামছুরে কইছি গারি চালান যাইব না। শালা আমারে কয় গাড়ি না চালাইলে খামু কি? আমি কইলাম শালা দেশ যাইতাছে ভাইসা আর তুমি খাওনের চিন্তা কর? - ঠিক কইছোস। দেশ কই যাইতাছে তার ঠিক নাই আর এরা খাওনের চিন্তা করে। ব্যাটা একদিন না খাইলে কি মানুষ বাঁচে না? আমরা বাচি নাই? - চল মেইন রোডে যাই, অবরোধের অবস্থা দেইখা আসি... - চল। *** - হায় খোদা, এ কি দেখলাম?? - এনে দেহি গাড়ি-ঘোরা ঠিক মতই চলে।

জামও লাইগা গেছে গা!! - এত্তবড় সাহস! আমগো নেতা অবরোধ ডাকছে আর শালারা গাড়ি বাইর করে!! - এই সাহস এরা পায় কই? আমগো দলরে কি সাপোর্ট করে না?? - মন চায় কিছু একটা কইরা ফালাই। - এই ফাউলগুলারে ডর দেহাইতে হইব। চল গিয়া ভাইঙ্গা দেই। - না ভাঙ্গা-ভাঙ্গিতে অনেক ঝামেলা। পুলিশের ভয় আছে।

কেরোসিন ডাইলা আগুন ধরাইয়া দেয়। দিয়াই পলামু। - চল বাজার থেইকা কিনা নিয়া আসি। - চল। *** - গাড়ি তো সব আইয়ে আর যায়।

থামামু কেমনে? - এক কাজ করি। একটা না একটা পুরাইলেই তো চলে তাই না? ঐ দেখ বাসটা সাইড কইরা রাখছে, ঐটাতেই দেই। এই আগুন দেইখাই ডরাইবো সবাই। আর কোন গাড়ি আসব না। - ঠিক আসে।

এই আমি কেরোসিন ডাইলা দিলাম। এবার তুই আগুন দে। - দিলাম জ্বালাইয়া। যা পুইরা যা, সব পুইরা যা। - পুলিশ মনে হয় আইলো, এক্কখনি পলা।

- চল ভাগি....দৌড়া.... *** - দোস্ত একটা ভেজ়াল তো হইয়া গেল। - আজকা যেই বাসটা পুরাইলাম গঞ্জের রোডে, ঐ বাসে নাকি এক পিচ্চি আছিল। আগুনে পুইরা পুরা কাবাব হইয়া গেছে!! - কস্‌ কিরে? - হ। এখন ফান্দে পইরা গেছি। গেরামের মুরুব্বিরা আমাগোরে দুষতাছে।

উনারা তো জানে আমরা কাগো পলিটিক্স করি। - ঝামেলায়-ই পরলাম রে দেখি, এখন কি করি?....এক কাম কর... - কি? - সবাইরে কইবি এটা সরকারের চাল। ওরাই বাসে আগুন দিয়া আমাগো নাম দিছে। সব ষড়যন্ত্র!! - হ, আমি কইলাম আর এরা বিশ্বাস করল, এত্ত সুজা.. - আরে বেটা সবার বোঝা লাগব না। কিছু বলদ আছে না, ওরা বিশ্বাস করলেই চলব।

হেরা নিজেরা নিজেরা তর্ক করতে থাকব, মাঝখান থেইকা আমরা আউট অপ ছিলেবাছ অইয়া যামু বুঝছ নাই? - ভালা বুদ্ধি!! - আর এই দেশে দুই-একটা মানুষ মরলেই কি? মাইষের কি কোন দাম আছে রে বেটা? - কথা সইত্য। - আর আম্লীগ-বিম্পি দিয়া কতা না। এখন বিম্পি'র কাম করতাছি। যখন আম্লীগ আমাগো টেকা দেয় তহন তো অগো লগেই মিছিল করি, সমাবশে যাই,..যাই না? আম্লীগ-বিম্পি নাই, সব আমরা আমরাই। আমরা না থাকলে অই শালা ঘচুগো কিছুই নাই।

- ঠিক কইছোস, একদম ঠিক। চল আরো গাড়ি পোড়াই, একবার পুরাইয়া বহুত মজা পাইছি। উপরের কথপখতন-রত দুই ব্যক্তিকে চিনে রাখুন। এরা আপনার আমার আশে-পাশেই আছে। মনে রাখবে, এরা দেশের রাজনীতিকদের থেকেও ভয়ংকর।

এরাই আম-জনতার প্রধান শত্রু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।