আমাদের কথা খুঁজে নিন

   

টপ টেন থেকে ১০০ হাত দূরে থাকুন



একটা তিক্ত অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার জন্য লিখাটা লিখতে বসা। যাতে আমি যেই রকম হয়রানির শিকার হয়েছি , আপনারা যাতে না হন। টপ টেন এর কথা শুনলেই হয়ত সবাই ভাববেন নামকরা একটা বাংলাদেশী প্রতিষ্ঠান, কিন্তু তারা কতটা নামকরা, তাদের সেবার মান কতটুকু, আমি তার ভুক্তভুগি। আমি কুড়িল বিশ্বরোড এর টপ টেন শাখায় একটা প্যান্ট এবং একটা শার্ট সেলাই করতে দেই। সেলায় তে একটু প্রবলেম থাকার কারনে গত ২৭-১০-২০১৩ তারিখে অলটার করতে দেই, আমাকে ডেলিভারি ডেট দেয় ১০-১১-২০১৩ তারিখে।

তাদের কাজের ধরন এর কারনে আমি ১৭-১১-২০১৩ তারিখে যাই, কিন্তু গিয়ে শুনি কমপ্লিট হয়নি। বলল ২১-১১-২০১৩ তারিখে যাবার জন্য। আমি ওই তারিখে না গিয়ে যাই ২৮-১১-২০১৩ তারিখে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওইদিন ও গিয়ে পাই নাই। আমাকে বলল তারা আমাকে ফোন করে জানাবে।

কি করব বুজতে পারছিলাম না। অগত্যা রাগে দুঃখে বাসায় চলে আসি। অত্যন্ত হতাশার সঙ্গে জানাচ্ছি, এখনও টপ টেন থেকে কোনও ফোন পাইনি, কখন পাবো তাও জানিনা । আপনারা এই পরিস্থিতি এড়াতে টপ টেন থেকে ১০০ হাত দূরে থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।