আমাদের কথা খুঁজে নিন

   

ফের রোনালদোর হুমকি

ব্রাজিলিয়ান কিংবদন্তি বলছেন, ফিফা ব্যালন ডি'অর লিওনেল মেসিরই পাওনা। আরেক ব্রাজিলিয়ান রোনালদিনহো বলেছেন, ক্রিষ্টিয়ানো রোনালদো মেসি যুগে এসে ভুলই করেছেন! ক্রিষ্টিয়ানো রোনালদোর পক্ষেও যে সমর্থন নেই, তা নয়। ক্যাসিয়াসসহ অনেকেই এই পর্তুগিজকে বর্তমানের সেরা তারকা বলে ঘোষণা দিচ্ছেন। এদিকে কিছুদিন আগে ফিফা ব্যালন ডি'অরের জন্য ভোট দেওয়ার সময়সীমা বাড়ানোর পর উয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলেছিলেন, সময় বাড়ানো হয়েছে রোনালদোর সুবিধার জন্য। অনেকটা মজা করেই একথা বলেছিলেন তিনি।

তবে ক্রিষ্টিয়ানো রোনালদো এই বাক্যগুলোকে মোটেও কৌতুক হিসেবে নেননি। ভেতরে লুকিয়ে রাখা ক্ষোভ এবার প্রকাশ করলেন তিনি। হুমকি দিলেন, ফিফা ব্যালন ডি'অর পুরস্কার বয়কট করার!

'আমার কাছে মনে হয়েছে প্লাতিনি আমাকে উত্তেজিত করার চেষ্টা করেছেন। তবে আমি এর কোনো জবাব দিইনি। ' এরপরই তিনি বয়কট করার ঘোষণা দিয়ে দেন! 'ব্যালন ডি'অর পুরস্কার দেওয়ার দিনে আমি হয়ত স্পেনে কিংবা জুরিখে থাকব।

এমনকি মেদেইরাতেও থাকতে পারি। ' আগামী ১৩ জানুয়ারি ফিফা ব্যালন ডি'অরের পুরস্কার দেওয়া হবে জুরিখে। এবারে গত চারবারের বিজয়ী লিওনেল মেসি ছাড়াও প্রতিযোগিতায় থাকছেন ক্রিষ্টিয়ানো রোনালদো এবং ফ্র্যাঙ্ক রিবেরি। তবে এবারের ফিফা ব্যালন ডি'অরের জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের গত মৌসুমের দিকেই তাকাতে হবে। চলতি মৌসুমে কেবল মেসিই নন, ইনজুরিতে আক্রান্ত ক্রিষ্টিয়ানো রোনালদো এবং ফ্র্যাঙ্ক রিবেরিও।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।