আমাদের কথা খুঁজে নিন

   

" এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে - একতায় লড়ি অসুন্দরের বিরুদ্ধে



বলেছেন: আমাদের মাঝে ধর্মীও বিভাজন আছে, আছে রাজনৈতিক বিভাজন এবং এ বিভাজর আদি ও অন্ত। ইদানিং জাতী বিভাজনের অপচেষ্টা চলছে । মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পরাজিত হয়েছে একাত্তরে । স্বাধিন বাংলাদেশে আমরা সবাই এ দেশের নাগরিক। যারা নাগরিক নয় তারা অনুপ্রবেশকারী ।

অনুপ্রবেশকারী বিতারনে প্রচলিত আইন প্রয়োগে বাঁধা নেই। রাজনৈতিক মতদ্বৈততা হলে আমি কি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি'র একজন হিসাবে চিহ্নিত হবো এ শংকা জাগে , জাগায় কেহ কেহ। আমাদের নিরন্তর শ্লোগান হোক - " এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে - একতায় লড়ি অসুন্দরের বিরুদ্ধে" আমাদের মাঝে ধর্মীও বিভাজন আছে, আছে রাজনৈতিক বিভাজন এবং এ বিভাজর আদি ও অন্ত। ইদানিং জাতী বিভাজনের অপচেষ্টা চলছে । মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পরাজিত হয়েছে একাত্তরে ।

স্বাধিন বাংলাদেশে আমরা সবাই এ দেশের নাগরিক। যারা নাগরিক নয় তারা অনুপ্রবেশকারী । অনুপ্রবেশকারী বিতারনে প্রচলিত আইন প্রয়োগে বাঁধা নেই। রাজনৈতিক মতদ্বৈততা হলে আমি কি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি'র একজন হিসাবে চিহ্নিত হবো এ শংকা জাগে , জাগায় কেহ কেহ। আমাদের নিরন্তর শ্লোগান হোক - " এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে - একতায় লড়ি অসুন্দরের বিরুদ্ধে"


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।