থাইল্যান্ডে চলমান সংকট নিরসনে উভয় পক্ষের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন দেশটির সবচেয়ে সম্মানিত ব্যক্তি রাজা ভূমিবল আদুলিয়াদেজ। আজ বৃহস্পতিবার নিজের ৮৬তম জন্মদিন উপলক্ষে ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।
গত বেশ কয়েকদিন ধরে ব্যাপক সংঘর্ষের পর রাজার জন্মদিন উপলক্ষে সংঘাত স্থগিত করতে সম্মত হয় দুইপক্ষ। স্থগিত সংঘর্ষকে স্থায়ী রূপ দেয়ার আহ্বান জানান ভূমিবল।
বৃহস্পতিবার থাইল্যান্ডের উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র হুয়া হিনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে রাজা জানান, থাই জনগণের মধ্যে ঐক্য ও সংহতির কারণে দেশে কখনো অশান্তি ছিল না। থাইল্যান্ডের সেই শান্তিপূর্ণ ভাবমর্যাদা ধরে রাখতে হবে।
উল্লেখ্য,গত এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।