আমাদের কথা খুঁজে নিন

   

কখন দাঁতের রুট ক্যানেল?

দাঁত কিছুটা ক্ষয় হলে বা ভেঙে গেলে ফিলিং করিয়ে স্বাভাবিক অবস্থায় আনা যায়। কিন্তু যদি মাত্রাতিরিক্ত ভেঙে যায় বা ক্ষয় হয়, বিশেষ করে পাল্পচেম্বার আক্রান্ত হয়ে স্নায়ুতেও প্রদাহ হয়, তখন রুট ক্যানেল চিকিৎসার দরকার হয়। দাঁতের ঠিক মধ্যভাগে থাকে পাল্পচেম্বার। এর ভেতরে থাকে দন্তমজ্জা, যেখানে রয়েছে স্নায়ু, শিরা-উপশিরা। রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে দাঁতের ভেতরের স্নায়ুগুলোকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়।

তারপর দাঁতটির ওপর একটি ক্রাউন বা মুকুট পরিয়ে দিয়ে আবার সুস্থ ও স্বাভাবিক করা হয়। অনেক সময় মাড়ির প্রদাহের কারণে দাঁতের ভিত্তি নষ্ট হয়ে গেলেও রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয়।

বিভিন্ন দুর্ঘটনা বা আঘাতের কারণে মুখের সামনের দিকের ওপর বা নিচের পাটির দাঁতগুলো ভেঙে যেতে পারে। রুট ক্যানেল চিকিৎসার পর ওই দাঁতটির মাপ নিয়ে মুকুট বানিয়ে সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়। এতে বহু বছর দাঁতটি টিকে যাবে।

তাই দন্তমজ্জা আক্রান্ত হলে দাঁতটি না ফেলে দিয়ে রুট ক্যানেল চিকিৎসায় সুস্থ করা সম্ভব। l      দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।