আমার পরিচয় আমার রোজনামচায়।
একটা বেড়ালের নাকি নয় জীবন আছে, সহজে মরে না; কই মাছের প্রাণ। আত্মহত্যা করতে ইচ্ছুক কাকু সাহেব কি তার ব্যাতিক্রম? তা নাহলে চারটা পিস্তল কেন লোড করা লাগে?
সম্ভাব্য চিত্র - ধরুন কাকু আত্মহত্যা করতে শুরু করলেন - মিডিয়া ক্যামেরা সামনে। হাতে নিলেম প্রথম পিস্তল - মুখে ডায়ালগ - "মানুষ আমাকে বেঈমান ডাকবে আমি তা হতে দেবো না" - ঢুম । সবাই তাকিয়ে - কি হল? এরশাদের মাথা লাল।
ধপ করে পড়ে গেলেন এরশাদ, পড়ে গেলেন সোফায়। সোফায় পড়ে হাত মুষ্টিবদ্ধ করলেন। গলা ফাটিয়ে তীব্র চিৎকার করলেন " বিদিশা আ আ আ আ!! তোমারে মানা করসিলাম না এরিকের পানি পিস্তল টা আমার ড্রয়ারে না রাখতে - পোলাটারে কইতে। এখন কি সব লাল রঙ মাইরা রাখসে? আমি আত্মহত্যা করতে না পাইরা আরেকটা বেঈমান হইলাম না!! গররররর। "
ওকে মিডিয়া এবার সেকেন্ড পিস্তল।
এবার তিনি বললেন "এটাই শেষ কথা - এটাই শেষ! নির্বাচনের পরিবেশ নাই। আমি যাবো না। " ট্রিগার টিপলেন - ক্লিক ক্লিক ক্লিক ক্লিক- সাংবাদিকরা কয় - "স্যার পিস্তল একবার টিপলেই তো হয়। " বিব্রত এরশাদ কয় "একটু ধৈর্য্য ধরুন, আমি তো চেষ্টা করছি। " এমন সময় এলেন রওশান এরশাদ - "এই যে তুমি এখানে, আমারে তো ঠিকমত মন্ত্রী হইতে দিলানা।
এখন রান্না ঘরের চুলাও জ্বালাইতে দিবা না নাকি? চুলা জ্বালানোর পিস্তল নিয়া তুমি কি কর?"
এবার তৃতীয় পিস্তল। এরশাদ সবাইওকে দেখিয়ে - "এই দেখেন এটা ভারী পিস্তল - পুরা লোডেড, মানুষ আমাকে থুতু দেবে এটা আমি চাইনা। না না না। আমি চললাম" ট্রিগার টিপলেন। ঢুম ঢুম ঠ্যা ঠ্যা ঠ্যা ঢসিয়ে ঢিয়ে ঢসিয়ে ঢিয়ে।
মানুষ অবাক - এরশাদও অবাক - "এই এক পিস্তলে এতরকম গুলির আওয়াজ? ব্যাপার কি?"
সহসা একটি চেনা কন্ঠ "এক্সকিউজ মি? এরশাদ কাকু ভাই-আমি সোহেল রানা! ওহ ! ঈয়ে সুটিং এর পর এখানে মিটিং এ এসেছিলাম - তখন ডামি পিস্তলটা আর নেয়া হয়নি। ওটা নিতে এসেছিলাম "
" শেষ বলে কিছু নেই কে বলেছে, আমি শেষ করে দিচ্ছি নিজেকে। আমি সৈনিক - আই নো ওয়েন টু ফায়ার। আপনারা আমাকে বিশ্বাস করেন না তো - এই দেখেন - এটা আসল চতুর্থ পিস্তল, এই দেখেন গুলি, এই গুলি আমি পিস্তলে ভরলাম, দেখেছেন, এই পিস্তলের নল আমি মাথায় রাখলাম, এই আমি ট্রিগার টিপলাম বলে, "
এক জনতা - "শুধুই ফাজলামি করতেসেন, আপনি সব ফেইক পিস্তল এনেছেন সব ফেইক গুলি, সব ফেইক আপনার "
এরশাদ, "ফেইক মানে? আমি মিথ্যা বলছি? আপনি এসে নিজের মাথায় গুলি মেরে টেস্ট করে দেখেন না এটা ফেইক কিনা? আসেন - একজন সামনে আসেন। নিজে টেস্ট করে দেখেন।
একজন যদি মারা যায় তাহলে আমিও মরবো। কে আছেন? এই যে আমি পিস্তল দিচ্ছি আসেন? "
মানুষজন - ওরে বাপরে মাইরালাইলো রে!! হুড়মুড় করে প্রস্থান।
এরশাদ - "এ জাতি আমাকে মরতে দিলো না। মানুষের অসীম ভালোবাসা আমাকে আবার বাঁচিয়ে দিলো, আবার আমাকে তাদের (দুই নেত্রীর) মাঝে নিয়ে এলো। "
মরাল অফ দ্যা স্টোরীঃ ইট ইজ ভেরী ক্রিটিক্যাল টাস্ক টু নো ওয়েন টু ফায়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।