এতকিছু ... ওই সিনেমার জন্যই... অনেক সবুজের প্রান্তে
তুমি থাকো একাকী
আমি ধুসর ধুসর হয়ে জেগে থাকি।
একটি শহরকে ঘিরে আমাদের জীবন-যাপন। ঘুম, ধুলোবালি, প্যারাসিটামল, ইট-পাথর, বুলড্রেজার, ভূঁ ভুঁ প্যা প্যা হুইসেল, জ্যাম, গাড়ির শব্দ, কাকের পায়খানা, চা-বিড়ি-সিগারেট, গোসল, দুপুর, ভাতঘুম, আড্ডাবাজী... আমাদের জীবন মোটামুটি এরকমই। এতকিছুর মধ্যে ব্যক্তিগত জানালাটা খুলে রাখাটাই একটা আপদ। নিজের মধ্যে নিজেকে জাগিয়ে রাখাটা আরেকটা আপদ।
এইসমস্ত ঘটনাবলীর পরও একজন মানুষকে চিনি, যিনি এই ভাতঘুমের রাজ্যেও জেগে আছেন। জেগে থাকেন। জানালাটা সব সময় খোলা রাখেন। সেই জানালা দিয়ে ঢুকে পড়ে পৃথিবীর নিমগ্ন অঞ্চলের সমস্ত সুবাতাস। তার চোখ এড়ায় না, যখন...
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে
ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়॥
এই নাগরিক কবির নাম জিয়াউর রহমান জিয়া।
ঢাকায় একনামে পরিচিত সাইকোডেলিক ব্যান্ড শিরোনামহীন এর জন্য গান লেখেন তিনি। ব্যান্ডটি তারই নিজ হাতে গড়া। তানজির তুহিনকে তিনিই খুঁজে বের করেছেন বুয়েট ক্যাম্পাস থেকে। তারপর বন্ধুত্ব, দীর্ঘ চর্চা। তারপরের গল্প সবাই জানি।
জাহাজী অ্যালবাম দিয়ে তাদের আত্মপ্রকাশ।
জিয়া মূলত বেজগীটার বাজান শিরোনামহীনে। গান লেখেন, সুর করেন। আজ জিয়া ভাইয়ের জন্মদিন। জিয়া ভাইয়ের জন্য শুভকামনা, ভালোবাসা।
এই ভদ্রলোকের জন্যই শিরোনামহীন আজ একটি শিরোনাম!
গ্যাব্রিয়েল সুমন
০৭.০১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।