আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না।
নদীর কুয়াশা ভাঙে স্রোতের আলোয়। জড়-মেঘ
ছুঁয়ে যায় পালের হাওয়া। ঘাস জাগে সবুজ
সৈকতে। ঋতু-শিশির ছিঁড়ে ফেলে অবুঝ
শালিখ।
উড়ানেই আঁকা হয় মূক-উদ্বেগ।
কোন এক ঘুমের প্রহরে কিশোরীর চোখমুখ
চেনা স্বপ্ন দেখে। নৌকো হাল-ভাঙা জল-উচ্ছাস
গায়ে মাখে দীর্ঘশ্বাসের রঙ। কুঁড়ি-কান্ডে সৌরভ উন্মুখ
উতলার নদী। ঘরদোর নিকিয়ে হয় পরম আবাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।