নারী নিগ্রহ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতের মন্ত্রী ফারুক আবদুল্লাহ। কেন্দ্রীয় অপ্রচলিত শক্তিমন্ত্রীকে নিয়ে গতকাল শুক্রবার দেশজুড়ে চলেছে নানা মন্তব্য।
তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে বিচার চলছে। আর এরই মধ্যে বেফাঁস মন্তব্য করে বসলেন ফারুক!
মন্ত্রী ফারুক আবদুল্লাহ'র ভাষায়,'দেশে যে হারে নারী নিগ্রহের অভিযোগ উঠছে, তাতে মহিলাদের সঙ্গে কথা বলতেই তার ভয় হচ্ছে, পাছে না গ্রেফতার হয়ে জেলে যেতে হয়! এই প্রেক্ষিতে মহিলা সচিব রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। '
ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে নানা মহলে।
বিজেপির পাশাপাশি ফারুকের বক্তব্যের সমালোচনায় মুখর হন মন্ত্রিসভায় তারই একাধিক সতীর্থ।
এদিকে টুইটারে তার মেয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ লেখেন, 'আমি নিশ্চিত যে, নারী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে করা বাবার এই মন্তব্যের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবুও, আমি আশাবাদী রসিকতার ছলে তিনি যা বলেছেন, তার জন্য তিনি ক্ষমা চাইবেন। '
এর কিছুক্ষণ পরই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চান ফারুক। বলেন,'তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, তিনি মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল।
'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।