উনিতো তাই ছিলেন, যা উনি বিশ্বাস করতেন, বলতেন। অন্য আর খুবই অল্প যে কয়জন মানব ইতিহাসে কথা কাজ আর চর্চা দিয়ে জীবন ব্যবস্থাকে সাজিয়েছিলেন বস্তুত উনি সেই অল্প ক’জনের একজনই ছিলেন!
আজকে কতো বন্দনা, কতো প্রশংসা শত শত ব্যথা বেদনা কাতরতা নিয়ে উনার প্রয়াস ও ত্যাগকে আমরা স্মরণ করছি পৃথিবীর প্রতিটা কণা থেকে!
কিন্তু আমাদের মধ্যে কয়জন উনার মতো কথা এবং কাজকে চর্চার মাধ্যমে নিজের জীবনকে সাজাতে চাইছি সত্যিকার ভাবে?
একি শুধুই কথার ফুলঝুরি......... শুধুই কথার মালা............ না কি শুধুই নিজেকে জ্ঞানী হিসাবে প্রমাণ করার খেলা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।