আমাদের কথা খুঁজে নিন

   

৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস পালিত

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ শনিবার 'মাগুরা মুক্ত দিবস' পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নোমানী ময়দান থেকে মুক্তিযোদ্ধাদের বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয়।

এ উপলক্ষে আছাদুজ্জামান মিলনায়তনে মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি।

উদ্বোধক ছিলেন এ্যাড. বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুওয়াত আলী, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তারেক, পুলিশ সুপার জিহাদুল কবির, মুক্তিযুদ্ধের সংগঠক জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, মুন্সি রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, পঙ্কজ কুন্ডু, গোলাম মওলা প্রমুখ।

 উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।