আমাদের কথা খুঁজে নিন

   

খুব খারাপ লাগে যেটা ভেবে-



মাস খানেক আগে আমার মোবাইলটি হারিয়েছি। ঘটনাটি আমাকে যেমন প্রচন্ড বেদনা দেয়, তেমনি আনন্দ দেয় নতুন কিছু সত্য উপলব্ধি করার জন্য । মোবাইলটি কিনেছিলাম ২০১০ সালে সিঙ্গাপুর থেকে । এরপর থেকে আমার জীবনের যাবতীয় কাজের সাথে মোবাইলটি অন্তরঙ্গ ভাবে মিশে ছিল। আমার প্রয়োজনীয় সব কন্টাক্ট , ইনফরমেশন, সবকিছু মোবাইলে store করা ছিল।

এছাড়া আমি যেকোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মোবাইলে ছবি তুলে সেভ করে রাখতাম। বেশ কয়েকবার আমি এখান থেকে কিছু কন্টাক্ট, কিছু ইনফো, কিছু ছবি ডিলিট করতে চেয়েছি এবং করেছি তবুও আমার লিস্টে ছিল প্রায় ১২০০ কন্টাক্ট, ১৫GB তথ্যবহুল ছবি, ডকুমেন্ট ছিল যেগুলো আমি কোনভাবেই সরাতে পারছিলাম না, মনে হচ্ছিল এগুলা ছাড়া চলা মুশকিল হয়ে যাবে, এবং এ গুলার কোনো ব্যাক-আপ নেয়া ছিলনা। মোবাইল হারানোর দের-মাস পর এই সত্যটুকু ভেবে ভালো লাগছে যে , ওই মহামুল্যবান তথ্য - কন্টাক্ট ছাড়াও জীবন দিব্যি চলে যাচ্ছে । আমার নতুন মোবইলে এখন টোটাল কন্টাক্ট ৭১ জন। যদিও প্রতিদিন নতুন কিছু কন্টাক্ট যোগ হছে তবু এখন বুঝতে পারছি কোনো কিছুর জন্য জীবন কখনো থেমে থাকে না।

খুব খারাপ লাগে যেটা ভেবে- সেখানে বিয়ের দু-বছর আগে আমার স্ত্রীর পাঠানো প্রথম মেসেজ " আপনি আমার অফিসে এসেছিলেন এটা আমি আম্মুকে বলে দিয়েছি " থেকে শুরু করে মোবাইল হারানোর আগেরদিন পর্যন্ত অদা-রসুন কিনে আনার ফরমায়েশ সব আর্কাইভ করা ছিল। অফিসে অবসর সময়ে মাঝে মাঝে আমি যেগুলা দেখে যার প নাই বিস্মিত হতাম, সেগুলোও মোবাইলটির সাথে হারিয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।