চ্যাম্পিয়ন লিগ ও লা লিগায় টানা দুটি হারে বার্সা কিছুটা হলেও পথহারা হয়ে পড়েছিল। তারপরও দুর্বল দল কার্তেজেনার বিপক্ষে মূল একাদশের অনেককেই বিশ্রাম দিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো। ছিলেন না মাঝমাঠের দুই তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও চাভি হার্নান্দেসও।
‘সেরা-৩২’-এর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে খেলার দখল নেয়ার আগেই ১৬ মিনিটে স্ট্রাইকার ফার্নান্দো রদ্রিগেসের গোলে পিছিয়ে পড়ে অতিথি বার্সা। তবে ঘুঁরে দাঁড়াতে দেরি করেনি তারা।
সাত মিনিটের ব্যবধানে স্ট্রাইকার পেদ্রো ও মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাসের গোলে ২-১ এ এগিয়ে যায় বার্সেলোনা। ৩৬ মিনিটে ফ্যাব্রেগাসের পাস থেকে পেদ্রো এবং ৪৩ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার আদ্রিয়ানোর ক্রস থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন ফ্যাব্রেগাস।
৭৬ মিনিটে চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেসের সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। আর ৯০ মিনিটে ১৮ বছর বয়সী ক্যামেরুনের স্ট্রাইকার জন ম্যারির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৬ বারের চ্যাম্পিয়নরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।