আমাদের কথা খুঁজে নিন

   

নদী ও অন্যান্য

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে ১ নদী দিলে চর দেব ঢেউ দি্লে ঘর। দেব বাতাসের সুর,দেব নদীসখা পায়ের নূপুর দৃশ্যের রঙ দেব ধূসর ধূসর। বাঁধ দিলে নাদ দেব শৃঙ্গার স্বাদ। দেব আকাশের নীল,দেব কালোবুক শরীর পেশিল স্পর্শের উম দেব বিশ্বাস অগাধ। পাশে থাক পাশে থাক পাশে পাশে থাক।

২ তরল সাজা দাহ্য তরল জনম দুঃখী ভেঙ্গে অঝর আর পারিনা আগুন কোথা? জ্বালা সখি। আঁধার এত! এত আঁধার? আলোক জ্বালা আগুন দেখি। ৩ নদীখেকো আমি হতে পারিনা। কেননা নদীর উপস্থিতিটাই আমার কাছে অনেক উপাদেয়। নদী না থাকলে আমি মরু শূণ্যতায় ভুগি।

নদী না থাকলে আমি জলের নাচন দেখিনা। আমি দেখিনা নদীর কাছে আকাশ সিজদায় পড়ে কাঁদে.... আর ঝাপসা ধূসর রঙ ও দেখিনা। আমি দেখিনা স্নানরত সুঢৌল স্তনের নারীকে তাড়া করে একটি রাজহাঁস। লজ্জার নগরে সে রাজহংসরে ছিটায় আদুরে জল। নদীছাড়া নারীর উরু খুলতে দেখিনা।

নদী থাকলে দু,পা ছড়িয়ে চলা তার সন্ধী দেখি তার নাগর আমি। আমি নদীভূক হতে চাইনা নদীরা থাকুক রতিমতি রজঃস্বীলা- আমি নদীর দেবর স্নানরতা নারীর ভাসুর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।