আমাদের কথা খুঁজে নিন

   

আজ ফেলুদা, অপু, প্রফেসর শঙ্কুর শুভ জন্মদিন!

পোশাকের কারিগর ছোট বেলায় গুণীলোকদের সাক্ষাতকারে প্রায় পড়তাম তাদের প্রিয় সিনেমা পথের পাঁচালী? ভাবতাম বুড়া লোক তাই এই সাদাকালো মুভি বেশি পছন্দ। যদিও আমি সত্যজিৎ রায়ের সিনেমা অনেক পছন্দ করতাম। বিটিভিতে প্রচারিত ফেলুদার মাধ্যমে সত্যজিৎ রায়ের সাথে আমার প্রথম পরিচয়। তারপর সোনার কেল্লা, হীরক রাজার দেশে দেখে ভালবেসে ফেলে ছিলাম এই মানুষটিকে। তার প্রায় সব মুভি আমি দেখা শেষ ততদিনে।

কিন্তু কেন জানি এই পথের পাঁচালী দেখা হচ্ছিল না। আমার পিসিতেও ছিল। মাঝে মাঝে অল্প দেখে বন্ধ করে দিতাম। এত বোরিং মুভি কি দেখা যায়! শুধু অভাব আর অভাব! পরে আর দেখার মত আর কোন মুভি না পেয়ে শুরু করলাম সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি পথের পাঁচালী। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই সিনেমা।

ছবিটা শেষ হবার পর আমি বুঝলাম কেন মুভি মেকাররা এই ছবিটাকে সিনেমার অবশ্য পাঠ বলে। ক্যামেরার জাদু থেকে শুরু করে রবিসঙ্করের সেতার , অপুকে নিয়ে কাশবনের মাঝ দিয়ে দুর্গার দৌড়ে যাওয়া ,দুর্গার মৃত্যু, দুর্গার মৃত্যুর পর তার বাবাকে দেখে দুর্গার মায়ের কান্না সব কিছুই যেন এই ছবিটাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতাই। ১৯৫৫ সালে সত্যজিৎ রায় এত সীমাবদ্ধতা মাঝে কি করে এই সিনেমা বানালেন সেটাই এক বিস্ময়! মানুষের সামর্থ্য আর সৃষ্টিশীলতার সীমা যে আকাশ সেটা সত্যজিৎ রায় বারবার প্রমান করেছেন। আজ এই মহান সৃষ্টিশীল মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন ফেলুদা, অপু, প্রফেসর শঙ্কু ! অনেক শ্রদ্ধা ও ভালবাসা আপনাকে।

সবশেষে ধন্যবাদ গুগল মামাকেও! আমার সবচেয়ে প্রিয় একজন মানুষকে ডুডল দিয়ে সম্মান করার জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।