ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা।
দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আবেদন পত্র
প্রার্থীর আসল নামঃ
আপনার অতীত কার্যকলাপের জন্য জনগণ কর্তৃক প্রদত্ত নামঃ
(উদাহারণ স্বরুপঃ জাফর- চিনি জাফর, এরশাদ-হোমো এরশাদ, গুপ্ত-কালো বিড়াল, জয়নাল আবেদীন ফারুক-গোপন প্রেমিক)
বর্তমান ঠিকানাঃ
গোপন ঠিকানাঃ
কারাগারের ঠিকানা(সেল নাম্বার সহ, যদি বর্তমানে কারাগারে থাকেন)
রাজনৈতিক দলের নাম( বর্তমান)-
আগের কমপক্ষে পাঁচটি দলের নাম-যেসব দল থেকে সুবিধামতো পল্টি মেরেছেনঃ
নাগরিকত্বঃ ( বাংলাদেশ বাদ দিয়ে অন্য যে যে দেশের নাগরিকত্ব আছে)
গ্রীণকার্ডও বিবেচনা করা হবে
ক) আমেরিকা,
খ) কানাডা,
গ)ইউরোপের কোন দেশ
ঘ) অন্য কোনো দেশ।
আগের দল থেকে চলে আসার কারণঃ
ক) গোপন আঁতাত,
খ) বিক্রি হয়ে যাওয়া,
গ) পার্টি থেকে বরখাস্ত
ঘ) পার্টি থেকে নমিনেশন পাওয়ার সম্ভাবনা না থাকা,
ঙ) উপরের সবকটি
নির্বাচন করার কারণঃ
ক) অতি দ্রুত অবাধ টাকা,পয়সা, বাড়ী , গাড়ীর মালিক বনে যাওয়া
খ) সবচেয়ে সুরক্ষিত রুমে বসে সরকারী মিডিয়ায় নিজের খোমা প্রদর্শন পূর্বক অবাধ খিস্তি খেউড় চর্চা করা
গ) মামলা, মোকদ্দমা, কোর্ট থেকে রেহাই পাওয়া
ঘ) অবাধে ক্ষমতার অপব্যবহার করা
ঙ) মিডিয়া মোঘল বনে যাওয়া
চ) জনগণের সেবা করা
"চ" অপশন যদি আপনি চয়েস করে থাকেন, তবে পাবনা মানসিক হাসপাতালের ডাক্তার কর্তৃক আপনি যে মানসিক প্রতিবন্ধি, সেই সার্টিফিকেটের সত্যায়িত কপিটি সংযুক্ত করে দিবেন।
বার্ষিক আয়ঃ (কালো টাকা)- বিগত সালে দূর্নীতিতে আপনার আয়সহ
ক) ৫০-১০০ কোটি
খ) ১০০-২০০ কোটি
গ) হাজার কোটি টাকার বেশী
ঘ) হিসাব নেই
"ঘ" যদি আপনার অপশন হয়ে থাকে, তবে একাধিক আসনে আপনাকে নমিনেশান দেয়া যেতে পারে।
দেশের বাইরে বিদেশের যেসব ব্যাংকে নামে বেনামে আপনার একাউন্ট আছেঃ
ক) সুইচ ব্যাংক,
খ) ব্যাংক অফ আমেরিকা,
গ)রয়েল ব্যাংক অফ কানাডা,
ঘ) ব্যাংক অফ সিংগাপুর
ঙ) উপরের সব কটি
বিগত সালে যে সকল জাতীয় আন্তর্জাতিক লোটপাট,কেলেঙকারীর সাথে আপনার নাম জড়িয়ে আছেঃ
ক)সরকারী ব্যাংক লোটপাট,
খ) শেয়ার বাজার লোটপাট
গ)পদ্মাসেতু কেলেঙকারী
ঘ) বিদেশে মানি লন্ডারিং
ঙ) একটিতেও না।
ঙ যদি পছন্দ করে থাকেন, তবে আপনার দরখাস্ত বাই ডিফল্ট অযোগ্য বলে বিবেচিত হবে। কারণ এক্ষেত্রে জাতি আপনার উপর হতাশ। আপনার কাছ থেকে পাওয়ার কিছুই নেই। পারফরমেন্স খুবই খারাপ।
সরকারী প্রশাসনের ঘাড়ে আপনি সিন্দাবাদের ভূতের মতো চেপে থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে ছিলেন কিনা?
ক) কেন নয়,
খ) এটা আবার জিগ্গাসা করতে হয়
গ) অবশ্যই
ঘ)না করলে ঠিকে থাকবো কেমন করে
ঙ) উপর লেভেলের নির্দেশ।
কোন ক্ষেত্রে আপনি নিজেকে সবচেয়ে যোগ্য মনে করেন
ক) রাজপথে গাড়ী পোড়ানোর সরাসরি নির্দেশ দান
খ) গার্মেন্টস, ফ্যাক্টরীতে আগুন লাগানো,
গ) রাজপথে জীবন্ত মানুষকে কুকুর বিড়াল মনে করে পিঠিয়ে মেরে ফেলা
ঘ)গোপন জায়গা থেকে ভিডিও বার্তা প্রেরণ
ঙ) আপনি দেশকে প্রচন্ড ভালোবাসেন বলে মিডিয়ার সামনে অভিনয়
সাধারণ মানুষের উন্নয়নের জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে
ক) আপাতত না
খ) এই মেয়াদে না
গ) ইহ জীবনেও না
ঘ) জনগণের উন্নয়ন- হাসতে হাসতে শেষ। এই আজব জিনিস আবার কি?
আইন শৃঙখলা বাহিনীর সাথে বাহাস করতে গিয়ে
ক) আপনি শুধুই তর্কাতর্কি করেছেন,
খ) দাবড়ানি খেয়ে দৌড়ে পালিয়েছেন
গ) পালাবার সুযোগ পাননি, রাজপথে নেতিয়ে গিয়েছেন
ঘ)বিবস্ত্র হয়েছেন।
সভা, সেমিনারে ভিআইপি হয়ে যাওয়ার পর-
ক) মন্চে বসে বসে ঘুমিয়েছেন
খ) পাগল কর্তৃক আক্রান্ত হয়েছেন
গ) বক্তৃতা দিতে গিয়ে নামাজ আর জানাযার নামাজকে গুলিয়ে ফেলেছেন
ঘ) মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে ধমক দিয়েছেন
ঙ) নিজের পাজামার ফিতে খুলে গিয়ে মাটির ওপর গড়িয়ে পড়লেও উন্নয়নের ফিরিস্তি বলতে গিয়ে বেহুস হয়েছিলেন।
নির্বাচনের প্রাক্কালে আপনার মাঝে যেসব গুনগত পরিরর্তন আসে
ক) মক্কা, মদীনা, মসজিদ, মন্দির, গয়া, কাশি, পীরের দরবার,মাজারে যাতায়াত বাড়িয়ে দেন
খ) বড় বড় হুজুরগো সাথে করমর্দনের ছবি পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করেন।
গ) রাতে ঘুমাবার আগেও মাথা থেকে হিজাব খুলতে ভুলে যান
ঘ)আলু, বালু, কালু, ফালুর সাথে হজ্জ্ব গমনের ছবি ছাপান
জনগণের স্বার্থে ১৬ কোটি মানুষের আরো একবার বারোটা বাজিয়ে দেয়ার জন্য নির্বাচর কমিশন কর্তৃক প্রচারিত।
সবার জন্য সহজলভ্য করার গুরুত্ববিবেচনা করে আবেদনপত্রখানা স্টিকি করার জন্য ব্লগ কর্তৃপক্ষ বরাবর বিনীত অনুরোধ করছে নির্বাচর কমিশন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।