আমাদের কথা খুঁজে নিন

   

ফের আমু তোফায়েল সঙ্গে ওরা

জাতীয় রাজনীতির সংকট মোকাবিলায় আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে আবারও কাণ্ডারি হিসেবে আবিভর্ূত দলের দুই সিনিয়র নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। ৬৪ বছরের দীর্ঘ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের বাঁকে বাঁকে, চরম সন্ধিক্ষণে আমু ও তোফায়েল যেভাবে প্রাজ্ঞ ভূমিকা রেখেছেন এবারও এর ব্যতিক্রম নয়। দলের সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডানে-বামে আমু ও তোফায়েলকে দেখে দলীয় কর্মীরাও দারুণভাবে অনুপ্রাণিত। দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর শেখ হাসিনা আবার কাছে টানেন রাজনীতিতে অর্ধ শতাব্দীর পরীক্ষিত দলের দুই সিনিয়র নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে। বিএনপি ও জামায়াতের সহিংস আন্দোলন কর্মসূচি এবং প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়াসঙ্গীর মতোই আমু ও তোফায়েল দিনরাত পরিশ্রম করছেন।

পরিস্থিতি মোকাবিলায় পরামর্শ দিচ্ছেন তাকে। দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির অংশগ্রহণ নিয়ে যখন ধূম্রজাল সৃষ্টি হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যখন বার বার নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছেন; সেই মুহূর্তেও আমু ও তোফায়েলই আবার কাণ্ডারির ভূমিকায়। চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে সভাপতিত্ব করছেন আমু। দিচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। একইভাবে দল ও সরকারের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় তোফায়েল আহমেদ।

আমির হোসেমন আমু ও তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি দলীয় টিম কাজ করছে সর্বক্ষণ। আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মতে, দল যখনই সংকটে আমু, তোফায়েল তখন কাণ্ডারির ভূমিকায়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।