আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের শত বছরের রাজনীতি , শত বছরের ভুল থেকেও না পাওয়া শিক্ষা

যে দল ই আসছে ইচ্ছামত দুর্নীতি লুটপাট করে দেশটারে শেষ করে দিছে জনগণ কিছু বলেনাই মেনে নিছে ,সবকিছু মেনে নেয়ার পরও দেশের জনগণের স্বাভাবিক মৃত্যুর অধিকার নাই

জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত আসছে , তাকে তোষামোদে সচেষ্ট আমাদের দেশ চালায় যারা , সব দল ই আমেরিকা , ইউরোপের দেশগুলার কথা শুনতে বাধ্য, কে কার আগে তাদের খুশি করতে পারে সেটা নিয়ে রেস চলতেসে , নিজেদের সমস্যায় বাইরের লোক কেন ডাকতে হবে??? আমরা নিজেরা সেই সিরাজ উদ দউলার সময় থেকেই নিজেরা নিজেরা কোন ক্ষোভ , রাগ , ভুল বোঝাবুঝি থাকলে সেটা নিজেরাই সমাধান না করে ছুটি অদের সহায়তা নিয়ে নিজেদের দেশের লোকের ই ক্ষতি করতে , বিনিময়ে দিতে হয় তাদের নাক গলানোর অধিকার , হারাই অনেক কিছু । আগে ভাবতাম ইংল্যান্ড একটা ছোট দেশ হয়ে কিভাবে এক্টার পর একটা স্বাধীন রাজ্য দখল করসে, রাজারা কেন সবাই এক হয়ে অদের আক্রমণ করেনাই, শুরুর দিকে করলে ওরা টিকতে পারতনা । এখন বুঝি নিজের দেশের অবস্থা দেখে , ভারত পাকিস্তান বাংলাদেশের পরস্পরের প্রতি এত খভ দেখে, তখনের কথা বাদ এখনও যদি ইংল্যান্ড এইসা আমাদের ২দলের কোন এক দল্কে বলে যে বিপক্ষকে সরাই দিব বিনিময়ে আমাদের সব দিবা, ১০০% দিবে , এমনকি ভারত পাকিস্তান যে কোন দেশকে যদি বলা হয় অপর দেশকে ধ্বংস করায় সহায়তা দিতে ১০০% শিওর দিবেই, জদিও জানে পরবর্তী টার্গেট তারাই হবে । এমন ই আমাদের হিংসার রাজনীতি , এইটা আসলে আমাদের সংস্কৃতি হয়ে গেছে । আমরা কবে শোধরাব জানিনা , হয়ত কিছু জিনিস কখনও শোধরানো যায়না , এতকিসু হয়ার পরো আদের আকল হয়না তাদের স্বয়ং ফেরেস্তা আইসা শোধরালে হয়ত কিছু হইতে পারে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।