আমাদের কথা খুঁজে নিন

   

বাদ দেন ‘পচা রাজনীতির’ কথা। আসুন বিজয়মাল্য পড়াই আমাদের জাতীয় বীরদের যারা দেশের সম্মান বয়ে এনেছে।



বর্তমানের নোংরা রাজনীতির ডামাডোলে আর সব কিছু বাতিল হয়ে যেতে বসেছে। ঘরে-বাইরে, অফিস-আদালতে, পাড়ায়-মহল্লায়, মোড়ের চায়ের দোকান থেকে পাঁচ তারকা হোটেল, রান্নাঘর থেকে বঙ্গভবন, ব্লগ থেকে ফেসবুক ভায়া টুইটার মানে জলে স্থলে অন্তরীক্ষে ইথারে সকল স্থানে আলোচনার একটাই বিষয় আর তাহলো, রাজনীতি, রাজনীতি আর রাজনীতি। ইলেকশন হবে কি না, হলে কবে হবে, শেখ হাসিনাই কি শেষতক প্রধানমন্ত্রির পদ আকড়ে থাকবেন, নাকি তিনি প্রেসিডেন্টের কাছে বা অন্য কোন উপায় বের করে ক্ষমতা হস্তান্তর করে সবাইকে উদ্ধার করবেন, বিএনপি কি শেষ পর্যন্ত ইলেকশনে আসবে, এরশাদের ‘শেষ কথা’ কবে শেষ হবে ইত্যাকার হাজারো প্রশ্ন নিয়ে ১৬ কোটি মানুষ আজ বড়ই পেরেশান। সবকিছু ফেলে সবাই একযোগে সমাধানে নেমেছেন। কালকে আবার শুনলাম ঝামেলা দ্রুত না মিটালে বিজিএমইএ তাদের সকল শ্রমিক মাঠে নামাবে।

হায় সেলুকাস!! একেই বলে রঙ্গ ভরা বঙ্গ। শুধু কি আমরাই? বিদেশীরাও এঘর ওঘর করতে করতে কাহিল হবার যোগাড়। আজ জাতিসংঘ তো কাল আমেরিকা, পরশু ভারত তো পরের দিন ইইউ। মানে একেবারে লেজেগোবড়ে অবস্থা আর কি। এতকিছুর পরেও সমস্যা তো মিটছে নারে বাবা!! এখনও টানেল পুরো অন্ধকার।

আলোর রেখা কি দেখা দিবে? অথচ যাদেরকে আমরা অবজ্ঞাভরে ‘প্রতিবন্ধী’ বলি, যাদেরকে মনে করি সমাজের বোঝা সেই মানুষগুলো আমাদের জন্য, দেশের জন্য কত বড় এক সম্মান বয়ে নিয়ে আসছে তার কোন খবর কারো কাছে নেই। কেমন বিচার আমাদের??? এ কেমন ভব্যতা? আমি বলছি ‘স্পেশাল অলিম্পিক-এশিয়া প্যাসিফিক গেমসে’এর কথা। অস্ট্রেলিয়ার নিউক্যাসলে অনুষ্ঠিত গেমসে তারা মোট ৯ খেলার ৭ ইভেন্টে অংশ নিয়ে ৪৩টি সোনা, ২৫ রুপা, ১০ ব্রোঞ্জসহ মোট ৮৮ পদক পেয়েছে বাংলাদেশ, এটা যে কোন আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম সেরা সাফল্য বাংলাদেশের। এত বড় সাফল্য তারা পেয়েছে!!! তবু তাদের কথা কারো মনে নেই??? বাদ দেন ‘পচা রাজনীতির’ কথা। গোল্লায় যাক সকল রাজনৈতিক কুলাজ্ঞার।

পরিশুদ্ধ হোক বাংলাদেশ। আসুন আমরা সবাই অন্তরের অন্তস্থল থেকে আমাদের প্রিয় ভাই-বোনদের শুভেচ্ছা জানাই, তাদের গলায় বিজয়মাল্য পড়িয়ে দেই। সবাই কে ধন্যবাদ। লিঙ্কঃ http://primenews.com.bd/bangla/details/47440

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।