আমাদের কথা খুঁজে নিন

   

$$$ মমতা আর সীমান্তে থাকেনা, ফেলানি তুমি যেওনা।। $$$

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। মমতা সীমান্তে থাকেনা, ভালবাসা বারুদের গন্ধে ছুটে পালায়। সম্প্রীতি ওই বর্ডারে আর ঘুমোয় না, ওর ঘুম ফেলানির চিত্কার কেড়ে নিয়েছে।

মানবতা সেই তো সেদিন, পানি চেয়ে কেঁদেছিল, তিস্তা নয়, নয় হিমালয়, দু ফোঁটা শুধু চেয়েছিল। ব্যথা নেই আর, নেই ভালবাসা, কান্না আসেনা আর, নেই কোনো আশা, ফেলানি গিয়েছে, কত যে গেল, হিসেব করে পাইনা, চোখ বুঁজে আছি, অসহায় আমি, দেখতেও আজ চাইনা! তুমি চলে গিয়ে, ভালো করেছ, থাকলে কাঁদতে বিধাতা, সীমানা প্রাচীরে, তুমিও নেই আজ, নেই ওতে কোনো সততা। শকুনের রাজ্যে হায়েনা প্রহরী, নেই কোনো দিবা, দেই শর্বরী, মানবাত্তার শত্রুরা সব, করে হুড়োহুড়ি, করে বাড়াবাড়ি। সেথা প্রেমময়তা পরাজিত শুধু, উষর বিরান হয়েছে ধুধু, তোমার শোকে কাঁদে শুধু। বালিকা তুমি কেদেছ বটে, অবকাশ নেই শুনবার, ফেলানি চিত্কার করনা বারবার।

তোমার যন্ত্রণা হায়না দেখেনা, তোমার কান্না শকুনে শোনেনা, রক্ত ক্ষুধা, তরল সুধা, রক্তের ওদের গাহন, ফেলানি তোমাকে করেছি বারণ। _____________________________________________________ অসহায় মেয়েটির আর্তচিত্কারকে উত্সর্গ আমার শব্দগুলো। । সীমান্ত হত্যা বন্ধ হোক....... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।