ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় ৭/৮ বাড়িঘর। এদিকে মাদারীপুরে দুই পক্ষের সংঘাতে আহত হন ১২ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার ভাদুঘরে গতকাল জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ২৫ জন আহত হন। এ সময় দাঙ্গাবাজরা ব্যাপক ভাঙচুর চালায় ৭/৮টি বাড়িঘরে।
ভাদুঘর উত্তরপাড়ার জাফর গোষ্ঠীর আলমগীর ও ছাবর গোষ্ঠীর মোখলেছ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ছাবর গোষ্ঠীর লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়।
মাদারীপুর : সদর উপজেলার হোসনাবাদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গতকাল দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ আটজন। স্থানীয় সূত্র জানায়, হোসনাবাদ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এজাজ আকনের সঙ্গে সালাম মাস্টারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে এজাজ আকন গ্রুপের লোকজন হামলা চালালে সংঘর্ষ বাধে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।