আমাদের কথা খুঁজে নিন

   

জয় হোক রাজনীতির, মানুষ হোক চাটুকার চামচা গুলো।

উপরে যা লিখছি, এটাই শিরোনাম। আপাতত আর কিছু বলার নাই! বাংলাদেশ আসলেই এক আজব জায়গা। শুধুমাত্র এখানেই দেখা যায়, বেশকিছু মানুষ ঘুম থেকে উঠে ফরমাল ড্রেস পরে তাড়াহুড়ো করে অফিস করতে পার্টি অফিস (বিভিন্ন রাজনৈতিক দলের অফিস) যায়! এবং সেখানে গিয়ে বিভিন্ন ভাই এর চামচামি করার মাধ্যমে তাদের অফিসিয়াল ওয়ার্কগুলো শেষ করে। উল্লেখ্য, পার্টি অফিসগুলোতে কিন্তু এইসব বিশেষ অফিসিয়ালসদের জন্য কোন নির্দিষ্ট কক্ষ কিংবা নির্দিষ্ট ডেস্ক এর ব্যবস্থা থাকে না। তারা অফিস সংলগ্ন বিভিন্ন চায়ের দোকানে বসে কিংবা বড়ভাই (পলিটিক্যাল লিডার) দের পশ্চাৎদেশ অনুসরন করে তাদের পিছে পিছে ঘুরে "জ্বি ভাই জ্বি ভাই" য্বিকির করতে করতেই অফিস আওয়ার শেষ করেন। জয় হোক রাজনীতির, মানুষ হোক চাটুকার চামচা গুলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।