আমাদের কথা খুঁজে নিন

   

কিউ মেইল সেটআপ: বাংলাভাষীদের জন্য পর্ব- ০৯ (দূর করুন মেইল সার্ভার ভীতি)

বন্ধুরা, আশা করছি কিউ মেইল সেটআপের ধারাবাহিক টিউনে আপনারা আমার সাথে আছেন। আজ আমরা ডেমনটুল রান করার জন্য কনফিগার করবো। ডেমনটুল আমরা আগেই ইন্সটল করেছি এবং বিস্তারিত সেখানে বলা হয়েছে। আজ আমরা ডেমনটুলের মাধ্যমে কিউ মেইলের সার্ভিসগুলো কনফিগার ও রান করবো। নিন্মের কমান্ডগুলো দিন:
mkdir -p /var/qmail/supervise/qmail-smtpd/log mkdir -p /var/qmail/supervise/qmail-send/log mkdir -p /var/qmail/supervise/qmail-smtpdssl/log cp /qm/script/service-qmail-send-run /var/qmail/supervise/qmail-send/run cp /qm/script/send_log /var/qmail/supervise/qmail-send/log/run cp /qm/script/service-qmail-smtpd-run /var/qmail/supervise/qmail-smtpd/run cp /qm/script/smtpd_log /var/qmail/supervise/qmail-smtpd/log/run cp /qm/script/service-qmail-smtpdssl-run /var/qmail/supervise/qmail-smtpdssl/run cp /qm/script/smtpdssl_log /var/qmail/supervise/qmail-smtpdssl/log/run
chmod 751 /var/qmail/supervise/qmail-smtpd/run chmod 751 /var/qmail/supervise/qmail-smtpd/log/run chmod 751 /var/qmail/supervise/qmail-send/run chmod 751 /var/qmail/supervise/qmail-send/log/run chmod 751 /var/qmail/supervise/qmail-smtpdssl/run chmod 751 /var/qmail/supervise/qmail-smtpdssl/log/run cd /var/qmail/supervise chmod +t qmail-smtpd qmail-send qmail-smtpdssl ln -s /var/qmail/supervise/qmail-send/ /var/qmail/supervise/qmail-smtpd /var/qmail/supervise/qmail-smtpdssl/ /service/
খুবই সোজা-সাপ্টা কমান্ড।

আশা করছি ব্যাখ্যার দরকার নেই। এখানে আমরা আমাদের তৈরী করা স্ক্রিপ্টগুলো শুধু মাত্র নির্ধারিত জায়গায় কপি-পেস্ট করলাম। পরে আমরা এ স্প্রিপ্টগুলো রান করবো। চলুন এবার ওয়েব মেইল সফটওয়্যার ইন্সটল করি।
ওয়েব মেইলের জন্য আমার পছন্দ AfterLogic Webmail ( http://www.afterlogic.com ) এখান থেকে ফ্রি ভার্সনটা ইউজ করে দেখতে পারন।

কোন প্রকার প্রবলেম হয় না। তবে আমরা squirrelmail ইন্সটল করা দেখবো। এটা ইন্সটল করা খুবই সোজা। আমি খুব বেশি ডিটেইলসে যাবো না। নিন্মের কমান্ডগুলো দিন:
wget -c http://www.squirrelmail.org/countdl.php?fileurl=http%3A%2F%2Fprdownloads.sourceforge.net%2Fsquirrelmail%2Fsquirrelmail-webmail-1.4.22.tar.gz  ( এক লাইনে হবে )
tar -xvzf squirrelmail-webmail-1.4.22.tar.gz mkdir /var/www/html/webmail mv -f /var/www/html/webmail/squirrelmail-webmail-1.4.22/* /var/www/html/webmail/ rm -fr squirrelmail-webmail-1.4.22/ rm squirrelmail-webmail-1.4.22.tar.gz chown -R apache /var/www/html/webmail/ cd /var/www/html/webmail ./configure
আশা করছি প্রবলেম হবে না।

কনফিগার করার সময় একটু খেয়াল করে করবেন, সবই ডিটেইলস বলা আছে। আসলে হঠাৎ করে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি, তাই ডিটেইলস লিখতে পারছি না।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।