সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী বাজার এলাকায় আজ সোমবার ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ এক পথচারী শিশু নিহত হয়েছে। পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
নিহত শিশুটির নাম সুমন সরকার ওরফে হূদয় (১২)। তার বাবার নাম বাবলু মিয়া।
তাদের বাড়ি বহুলী পশ্চিমপাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার বহুলী বাজার এলাকায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। তাঁরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে যায়। অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ শুরু হয়।
অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে পলিশ। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে পথচারী শিশু হূদয় নিহত হয়। আহত হয় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামের ভাষ্য, অবরোধকারীরা পুলিশের গাড়ি দেখে গুলি, ককটেল ও ইটপাটকেল ছোড়ে। এ সময় অবরোধকারীরা চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলে। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন।
শিশুটি কাদের গুলিতে নিহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।