প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপল ডিভাইসে কোন অপারেটিং সিস্টেমটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেই তথ্যগুলোর তালিকা বানিয়ে পোস্ট করা হয়েছে প্রতিষ্ঠানটির ডেভেলপার সাপোর্ট সেন্টারে।
অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেম (ওএস) আইওএস ৭ উন্মুক্ত করেছিল এ বছরের সেপ্টেম্বর মাসে। সে অনুযায়ী নতুন ওএসটি অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি ওএসের তুলনায় বেশ অনেকটাই এগিয়ে আছে।
আইওএস ৭ আগের আইওএসের পুরনো ভার্সন থেকে বেশ আলাদা হওয়ায় অনেক অ্যাপলভক্তই বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন ও অভিযোগ জানিয়েছিলেন। সেদিক থেকে দেখলে সাম্প্রতিক এ তথ্যটি বেশ চমকপ্রদ।
সম্প্রতি সার্চ জায়ান্ট গুগলও তাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য নতুন ওএস অ্যান্ড্রয়েড কিটক্যাট উন্মুক্ত করেছে। কিন্তু ওএসটি ব্যবহারের দিক থেকে পিছিয়ে আছে বেশ খানিকটা। মাত্র ১.১ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে নতুন কিটক্যাট ওএস ব্যবহৃত হচ্ছে বলেই জানিয়েছে ম্যাশএবল। অন্যদিকে প্রতিষ্ঠানটির তিন বছর পুরনো জিঞ্জারব্রেড ওএস এখনও ব্যবহৃত হচ্ছে ২৪.১ শতাংশ ডিভাইসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।