আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে আসা(হাবি জাবি)

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অনেক দিন পর আবার সামুতে আসলাম। যথারীতি আগা মাথা পাচ্ছি না। বারবার লেজের দিকটাই হাতে আসছে । যাই হোক যাহাই লেজ তাহাই মাথা! কি লিখব না লিখব ভাবতে ভাবতেই অনেক কিছু লিখে ফেললাম । আসলে মাথায় চিন্তা ভাবনা করে লেখা হয় না।

লেখতে বসলে অনর্গল পাগলের মত লিখেই যেতে থাকি। দুঃখিত,একটা ভুল কথা বলে ফেললাম । পাগল লিখতে জানে না। আসলেই কি জানে না???সবাই তো আর জন্ম থেকেই পাগল না। জানতেও তো পারে।

ধরেন আপনে হঠাত করে পাগল হয়ে গেলেন । তার আগে তো লিখতে জানতেন নাকি??? পাগল বিষয়ে জানা দরকার। আপনারা কেউ জেনে থাকলে জানাবেন প্লিজ। এতই যখন হাবিজাবি লিখলাম,ছোট বেলার(ক্লাশ ফাইভের) একটা বাসি কোবতে দিয়ে লেখা শেষ করি। এই ছেলেটা অন্ধ, দুষ্টু ছেল মণ্ড।

চোখে দেখে না কানাটা, রুটি দিয়ে খায় পরোটা! এর অর্থ ব্যাপক গভীর। যথার্থ জ্ঞান না থাকলে এর অর্থ উদ্ধার করতে যাবেন না প্লিজ! ভাল থাকবেন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.