আমাদের কথা খুঁজে নিন

   

ঝরা পাতার কথা

আমৃত্যু সাধারন হয়ে সাধারনের মাঝেই থাকতে চাই।

আজ কোন গান নেই, সুর নেই, কেটে গেছে রেশ আজ কোন প্রশ্ন নেই, জানি সুখে আছো বেশ। শীতের ক্রূর হাসি শেষে বসন্তই আসে বনে শুষ্ক ঝরা পাতারে আর কেবা রাখে মনে? জানি থাকবো না আমি কোন কবিতা কি গীতে ঝরা পাতা হয়ে রবো সবকটি শীতে। খুঁজিয়ো মর্মরে যদি মনে চায় গোপন দুঃখ যদি বক্ষে লুটায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।