আমাদের কথা খুঁজে নিন

   

বায়ার্ন-ম্যান সিটির মর্যাদার লড়াই

মঙ্গলবার রাতে 'ডি' গ্রুপে দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ে আবার নির্ধারিত হবে গ্রুপ সেরা দলটি, যাতে এগিয়ে আছে বায়ার্ন। ৫ ম্যাচে সবগুলো জয়ে বায়ার্নের পয়েন্ট ১৫, সমান ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ১২। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ৩ গোলের ব্যবধানে হারাতে হবে মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের।
প্রথম দেখায় ম্যান সিটির মাঠে ৩-১ গোলে জিতেছিল বায়ার্ন।
গ্রুপের অপর ম্যাচে খেলবে রাশিয়ার সিএসকেএ মস্কো (৩) ও চেক প্রজাতন্ত্রের ভিক্তোরিয়া প্লজেন (০)।


পিএসজির সঙ্গী হবে কে?
১৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ থেকে সেরা ষোলোতে উঠেছে পিএসজি। তবে অপরাজিত ফ্রান্সের এই দলের সঙ্গী কে হবে -তার উত্তর মিলবে মঙ্গলবার রাতে গ্রুপ পর্যায়ের শেষ রাউন্ডে।

গ্রিক দল অলিম্পিয়াকোস ও পর্তুগালের বেনফিকার পয়েন্ট সমান ৭। মঙ্গলবার বেনফিকার প্রতিপক্ষ পিএসজি আর অলিম্পিয়াকোস খেলবে ১ পয়েন্ট পাওয়া বেলজিয়ামের অ্যান্ডারলেখটের বিপক্ষে।
নক-আউট পর্বে ওঠার দৌড়ে টিকে থাকা এই দুটি দলই যদি শেষ ম্যাচে জিতে যায় বা দু’দলই যদি ড্র করে তাহলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় সেরা ষোলতে জায়গা করে নেবে অলিম্পিয়াকোস।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।