লাশের পোড়া গন্ধের মাঝে ও তোমাদের মাঝে আসলাম .. কারন তোমাদেরকে নিয়ে ভাবার সময় কই সবার... তোমাদের যে সময় নস্ট হচ্ছে তার খবর কে রাখে????? যে সময় নস্ট হলো সেটা শুধুই তোমার ....... কোন রাজনৈতিক ব্যাক্তির বা অন্য কারো নয় কোনক্রমেই.....
হাঁ ... HSC এর বন্ধুরা একটু সাবধানে পা ফেল....... যারা HSC পরীক্ষায় উত্তীর্ন হয়েছো এবং কোথাও ভর্তির জন্য অপেক্ষা করছো তাদেরকে সাবধানে পা ফেলার জন্য বিশেষভাবে বলছি...... আর তোমদের জন্যই এ লিখা.........।
ইতিমধ্যে তোমরা দেখবে তোমাদেরকে কাছে টানার জন্য বিভিন্ন চটকদার বিজ্ঞাপন নিয়ে মিডিয়া হাজির হয়েছে যা তোমাদের মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেস্ট। তোমরা এখন জীবনের কঠিন সময় শুরু করার দ্বারপ্রান্তে... এ জীবনই নিয়ে যাবে জীবনের বাস্তবতার পথে অর্থাৎ তোমরা যে পথে এখন পা দিবে তাই হবে তোমাদের জীবনধারন বা উপার্জনের উৎস। একবার পা পিছলানো মানে সময় এবং টাকা নস্ট সঙ্গে হতাশায় ডুবে যাওয়া।
কেন তোমাদেরকে এ লিখা... কারন চারপাশের অনেক হতাশ ছেলেপেলেদের দেখি যারা নূন্যতম গাইডের অভাবে ভুল পথে গেছে আর হতাশায় ডুবেছে............... তাদের জন্য আমার অভিজ্ঞতায় আলেকে এ লিখা....
প্রথমত: নিজের টার্গেট ঠিক করে নাও অর্থ্যাৎ ভবিষ্যতে তুমি কিভাবে তোমার জীবনের পথ পাড়ি দিতে চাও তা নিজেই ঠিক করে নাও।
তুমি কি তোমার বাবা মায়ের স্বপ্ন পূরন করতে যাচ্ছো নাকি নিজের স্বপ্ন। অথবা বাবা মায়ের স্বপ্ন আর তোমার স্বপ্ন কি এক? যদি এক হয় তাহলে সমস্যা নেই এগিয়ে যাও আর এক না হলে নিজেকে প্রশ্ন করো... কোন পথে যাবে তুমি? কমপেয়ার কর.... অনেকের সাথে আলাপ করো... ভালো মন্দ চিন্তা করো.... তারপর ডিসিশান নেও। কিন্তু নিজের মনের উপর জোর করবে না তাহলে হিতে বিপরীত হলেও হতে পারে ।
দ্বিতীয়ত: যারা মেডিকেল, বুয়েট বা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির টার্গেট নিয়েছো... আমি বলবো যদি যোগ্যতা থাকে তাহলে তা বেস্ট ডিসিশান। একবার না পারলে আবার চেস্টা করবে..... কিন্তু শুধু টার্গেট থাকলেই হবে না কঠিন চেস্টা করতে হবে।
শুধু মনে রেখ, তোমার এই ৩/৪ মাসের কস্ট তোমাকে নিয়ে যাবে চমৎকার ভবিষ্যতে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদাই আলাদা এটা বাস্তব জীবনে যেয়ে হাড়ে হাড়ে বুঝবা।
তৃতীয়ত: যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের দৈাড়ে আসতে পারোনি.... তারা কিন্তু একটুও হতাশ হবা না। সেখানে চেস্টা করে না পারলে মন খারাপ না করে নিজের দ্বিতীয় টার্গেটের পথে হাঁটো। তোমাদের জন্য অনেক পথ এখনও খোলা আছে।
আর ভেবে দেখ, মেডিকেল, বুয়েট বা পাবলিক ইউনিভার্সিটিতে কয়টা আর সিট থাকে... অনেক অনেক কম্পিটিশান..... । এদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, ইন্জিনিয়ারিং কলেজ ... অনেক ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে.... অনেক অনেক পথ খোলা আছে... তোমাদের দরকার শুধু সঠিক সিদ্ধান্ত আর চেস্টা।
চতুর্থত: এদেশে যেমন অনেক ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে আবার শুধুই নামে ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। তোমার বাবার টাকা আছে আর তুমি যেকোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তা কিন্তু নয়.... ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে ও অনেক কম্পিটিশান। টাকা থাকলেই হলো না..... কম্পিটিশানেও টিকতে হবে......।
আর নামকরা প্রাইভেট ইউনিভার্সিটির বাজার মূল্যও অনেক বেশী।
নামকরা ইউনিভার্সিটি ছাড়া অন্য ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে তোমাদের অবশ্যই অনেক খোঁজ নিতে হবে। কারন আজকাল ব্যাঙ এর ছাতার মত অনেক ইউনিভার্সিটি খুঁজে পওেয়া যায়, যাদের নামটাই শুধু বিদেশী বাকি আর কিছুই নেই। অনেক টাকায় ভর্তির পর দেখবা টিচার/ক্লাসরুম/ল্যাব/লাইব্রেরী কিছুই নাই। ভাগ্য ভালো হলে কয়েক বছর পর একটা সার্টিফিকেট পাবা আর খারাপ হলে তার আগেই ইউনিভার্সিটির সাইন বোর্ড খুলে ফেলা হবে।
আজ থাক......... বাকিটুকু পড়ে লিখি......... আজ এটুকুই থাক.........
আমার আগের উপদেশ পড়তে চাইলে.......... Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।