আমাদের কথা খুঁজে নিন

   

আইন মন্ত্রণালয়ে রুদ্ধদ্বার বৈঠক

প্রধানমন্ত্রীর আইন বিষয়ক উপদেষ্টা শফিক আহমেদের কক্ষে মঙ্গলবার দুপুর সোয়া ১টা থেকে প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিবন্ধক এ কে এম নাসির উদ্দিন মাহমুদও ছিলেন বৈঠকে।
এছাড়াও ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।
বৈঠক শেষে কেউ কোনো কথা বলেননি। সাংবাদিকদের প্রশ্নে আইন প্রতিমন্ত্রী শুধু বলেন, “সন্ধ্যা ৭টায় (মঙ্গলবার) আমার বাড়িতে এ বিষয়ে কথা বলব।


তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কাদের মোল্লার রায় কার্যকরের বিষয়ে এই বৈঠক হয়।
কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির পর সোমবারও শফিক আহমেদের সভাপতিত্বে আইন মন্ত্রণালয়ে রুদ্ধদ্বার একটি বৈঠক হয়েছিল।
ওই বৈঠকে আইন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং পুলিশের আইজি (প্রিজন) মাইন উদ্দিন খন্দাকার উপস্থিত ছিলেন।
সোমবারের বৈঠক শেষে মাইন উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, “রায় কার্যকরের প্রক্রিয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ”
একাত্তরে খুন-ধর্ষণে মৃত্যুদণ্ডে দণ্ডিত কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা গত রোববার জারির পর অ্যাটর্নি জেনারেল বলেন, এখন সরকারের নির্দেশেই দণ্ড কার্যকর করা যাবে।


ফাইল ছবি এই জামায়াত নেতার আইনজীবীরা সর্বোচ্চ আদালতের রায় রিভিওয়ের সুযোগ পাওয়ার দাবি করে এলেও সংবিধানে যুদ্ধাপরাধীর সেই সুযোগ নেই বলে সরকারের ভাষ্য।
ফাইল ছবি
কাদের মোল্লা বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার সঙ্গে মঙ্গলবার দেখা করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ আইনজীবীরা।
মৃত্যুদণ্ডে দণ্ডিত কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন এবং সেই আবেদন পূর্ণাঙ্গ রায় প্রকাশের সাত দিনের মধ্যে করতে হবে। তার দুদিন ইতোমধ্যে পেরিয়ে গেলেও কাদের মোল্লা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।


কাদের মোল্লার সঙ্গে দেখা করে রাজ্জাক বলেন, তাকে রিভিউ আবেদন করতে বলা হয়েছে। আর ক্ষমা প্রার্থনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি আসামি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।