মানুষ এগিয়ে যায় অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে
★·.·´¯`·.·★বিনিময় প্রথা চলে আসছে সৃষ্টির আদি থেকেই । ভাব বিনিময় , মন বিনিময় , কথা বিনিময় এই শব্দ গুলোর সাথে আমরা সবাই পরিচিত । কিন্তু রুপ বিনিময় !!!! রঙ বিনিময় !!!! হ্যাঁ তেমনি এক বিনিময়ের নাম cherry blossom , জাপানিজ দের ভাষায় যাকে বলা হয় শাকুরা । প্রকৃতির এক অপার রুপ লাবন্য ।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর যা উপঢৌকন হিসেবে জাপানিজদের কাছ থেকে ।
আমেরিকান দের প্রাকৃতিক রুপে যোগ হয় নতুন মাত্রা । ।
ফুলের জলসায় নীরব কেন কবি
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
যে বীণা তোমার পায়ের কাছে
বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে
তোমার পরশে ছড়াক হরষে
আকাশে বাতাসে তার সুরের সুরভি
তোমার যে প্রিয়া
গেল বিদায় নিয়া
অভিমানে রাতে
★·.·´¯`·.·★ দিনে চার বার করে এই পথ দিয়ে আমায় দৌড়ের উপর থাকতে
হয় কিন্তু বছরের এই সময় টা বেস ভালো লাগে মনে মনে গেয়ে উঠি
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি।
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকনো পাতা মলিন ফুলদল
বৃথাই কেন হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসযামী।
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল
কি দিয়া বরণ করি ও চরণ
নিভিছে জীবন, জীবনস্বামী।
।
Ƹ̴Ӂ̴Ʒ ★·.·´¯`·.·★Ƹ̴Ӂ̴Ʒ
Ƹ̴Ӂ̴Ʒ ★·.·´¯`·.·★Ƹ̴Ӂ̴Ʒ এটা আমার অনেক অনেক পছন্দের একটা জায়গা , এই বেঞ্চ গুলো কে খুব আপন মনে হয় । । ভুলিয়ে দেয় জীবনের সব পাওয়া না পাওয়ার হিসেব .।
বাস্তবতার সকল কোলাহল ছাড়িয়ে হাড়িয়ে দূরে কোথায় .।
। ।
হয়তো আপন মনে লিখে যাই ..........................।
অনেক কথা ছিল বোলবার
বলা হয়নি
হয়তো বলতে চাইনি !
অনেক কিছুই ছিল জানবার
জানা হয়নি
হয়তো জানতে চাইনি !
ভাবনারা সেজেছিল হরেক রঙে
লাল ,নীল , বেগুনি কখনও বা শুভ্রতায়
তুমি দেখতে পাওনি !
ভেবেছিলাম অভিমানি মেঘ হয়ে উড়ে যাবে
না যায়নি ,
একটু একটু করে জমাট বাঁধছে
ঝিনুক বুকে মুক্ত হবে
লুকিয়ে থেকেই নীলাকাশ ছোঁবে .। .।
.। .। .। .। ।
আমি চিরতরে দূরে চলে যাবো তবুও আমারে দেবো না ভুলিতে
( মোবাইল ফটোগ্রাফি!!!!! Ƹ̴Ӂ̴Ʒ ★·.·´¯`·.·★Ƹ̴Ӂ̴Ʒ
ফুলের রুপে আর নিজ গুনে নিজেই মুগ্ধ !!! ইহা দেখিয়া শুনিয়া বুঝিয়া কারো কানে ঢোলের আওয়াজ গেলে সেটা তার কানের সমস্যা আমি কিছুই জানি না ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।